Top 5 This Week

মেইভেনের আয়োজনে সফলভাবে ইংলিশ অলিম্পিয়াড সম্পন্ন

Spread the love

বিডিটাইম ডেস্ক

ইংরেজি ভাষায় দক্ষতা বাড়াতে দেশের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো ‘মেইভেন ইংলিশ অলিম্পিয়াড ২০২৫’। এবারকার আয়োজনে ৩ হাজারের বেশি স্কুল ও কলেজ শিক্ষার্থী অংশ নেয়, যা দেশের অন্যতম বৃহৎ ইংলিশ অলিম্পিয়াড হিসেবে বিবেচিত হচ্ছে।

আয়োজনটি সফলভাবে বাস্তবায়নে মেইভেনকে সহযোগিতা করেছে মাইলস্টোন কলেজ এবং ইভেন্ট পার্টনার হিসেবে ছিল BEE Global Consultancy।

লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ১৮ জানুয়ারি, যেখানে শিক্ষার্থীরা গ্রামার, শব্দভাণ্ডার ও বোঝাপড়ার দক্ষতা প্রদর্শন করে। প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় ১৭ মে, জমকালো আয়োজনে। এ বছর মোট ২৯ হাজার টাকার পুরস্কার দেওয়া হয় বিজয়ীদের মাঝে।

কলেজ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন মো. মেহেরাজ মোর্শেদ। প্রথম রানারআপ ইরফান সাদিক এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন সাজিদুল ইসলাম। এ ছাড়া ভালো ফলাফল করায় বিশেষভাবে প্রশংসিত হয়েছেন তাহসিন বাশার, রাইয়ান রহমান, আতিফ আলম ও সায়েমুল আহসান।

স্কুল বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন এমডি. মাহির রহমান। রানারআপ হয়েছেন শাফিকা জারিন রহমান এবং শাহ সামানিয়া সিদ্দিকা। একই বিভাগের মধ্যে ভালো পারফর্মেন্সের জন্য প্রশংসিত হয়েছেন শিহসির আক্তার মিম ও ফাতিন মুনতাকা খান।

অলিম্পিয়াডে অংশ নেওয়া সব শিক্ষার্থীর জন্য থাকছে বিশেষ অফার— বিনামূল্যে IELTS ক্লাস এবং ইংলিশ স্পোকেন কোর্সে ৫০% ছাড়, যা প্রদান করছে BEE Global Consultancy।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মো. জিয়াউল আলম। তিনি বলেন, “মেইভেন ইংলিশ অলিম্পিয়াড শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়াতে কার্যকর ভূমিকা রাখছে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের সহকারী অধ্যক্ষ মো. মাসুদ আলম, মো. জহিরুল হক, ইফতেখার হোসেন ও উম্মে সালমা রউফ। এছাড়া ছিলেন সিনিয়র ডিরেক্টর মো. রাশেদ খান মানন, ডিরেক্টর মো. রাসেল তালুকদার এবং ইংরেজি বিভাগের ডেপুটি প্রধান মোজাহিদুল ইসলাম।

বি গ্লোবাল কনসালটেন্সির চেয়ারপারসন নুসরাত জাহান বলেন, “মেইভেনের এমন একটি সফল আয়োজনে অংশ নিতে পেরে আমরা আনন্দিত। এ ধরনের আয়োজন ভবিষ্যতেও আমাদের তরুণদের জন্য দরজা খুলে দেবে।”

সংস্থাটির ডিরেক্টর আন্দালিব মাহমুদ বলেন, “শুরু থেকেই এই অলিম্পিয়াডের সঙ্গে ছিলাম, প্রায় তিন হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ নিঃসন্দেহে একটি বড় অর্জন।”

মেইভেনের প্রতিষ্ঠাতা এবং BEE Global-এর চিফ বিজনেস অফিসার আফসানা রাত্রি বলেন, “মেইভেন শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি তরুণদের জন্য ভাষা, আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ বিকাশের একটি প্ল্যাটফর্ম। এবারের সাড়া দেখে আমরা আশাবাদী যে ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজন করা সম্ভব হবে।”

তিনি কৃতজ্ঞতা জানান মাইলস্টোন কলেজ, BEE Global এবং মেইভেন টিমের সদস্যদের—বিশেষ করে তাসবী, সাইফ, মাহিন, ইবরাহিমসহ সবাইকে, যাঁরা শুরু থেকে পরিশ্রম করে আয়োজনটি সফল করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish