বিডিটাইম ডেস্ক
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় মাদক, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে পেশাদার মাদক কারবারি, পরোয়ানাভুক্ত আসামি ও ডাকাতির সঙ্গে জড়িত ব্যক্তিরা রয়েছেন।
ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর অঞ্চলের সহকারী কমিশনার এ কে এম মেহেদী হাসান মঙ্গলবার এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় সোমবার দিন ও রাতে বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে গ্রেপ্তারকৃতরা আদালতে পাঠানো হয়েছে।
মোহাম্মদপুর থানার সূত্রে জানা যায়, অভিযানে আসামিদের কাছ থেকে ২১৫টি ইয়াবা, ১০১ পাতা কথিত হেরোইন, নগদ ১৬ হাজার ৪১০ টাকা, মোবাইল ফোনসহ বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। ডাকাতির প্রস্তুতির সময় ধরা পড়া চার আসামির কাছ থেকে তিনটি ধারালো সামুরাই তরবারি, দুই মোবাইল ফোন এবং ৭ হাজার ৩১ টাকা পাওয়া গেছে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন আরজু (২৫), শাকিল (২০), আইচান (২৮), নাইম (২৭), রানা শরীফ (৩৫), মামুন (২৩), ওমর সানী (১৯), রবিন (২২), সাইদ মাছুয়া (৫৪), শরীফ (২২), আদু (২২), শাকিল (২৪), সবুজ (২১), ইয়ামিন (১৮), ওয়াসিম (২৮), সুমন (৩০), আরিফ (২৫), রাকিব (২৪) ও হৃদয় (২৪)। তাদের মধ্যে ১০ জন বিভিন্ন মামলার আসামি, ২ জন মাদক কারবারি, ২ জন পরোয়ানাভুক্ত এবং একজন খুনের আসামি।
পুলিশ জানায়, এলাকায় অপরাধ দমনে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর তারা।