Top 5 This Week

যথাযথ মর্যাদায় যবিপ্রবিতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন

Spread the love

 

যবিপ্রবি প্রতিনিধি:

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মুখে কালো পতাকা উত্তোলন এবং জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিতকরণ, যশোর শহরস্থ শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শহিদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাতসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২৪ পালন করেছে।

যবিপ্রবিতে শহিদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচি শুরু হয় সূর্যোদয়ক্ষণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মুখে কালো পতাকা উত্তোলন এবং জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিতকরণের মাধ্যমে।

সকাল ৯টায় যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদের পক্ষ থেকে যশোর শহরস্থ শংকপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন ডিনস কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম। এরপর বিশ্ববিদ্যালয়ের মুন্সী মেহেরুল্লাহ হলের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শহীদ বুদ্ধিজীবীদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাতের আগে সংক্ষিপ্ত বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, মহান মুক্তিযুদ্ধে সকল শহীদ, জাতির সূর্যসন্তান শহীদ বুদ্ধিজীবীসহ ২৪ এর গণঅভ্যুত্থানে যাঁরা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। দেশের জন্য তাঁরা যে আত্মত্যাগ করেছে আমাদের তা ভুলে গেলে চলবে না। দেশকে ভালোবাসতে হবে, দেশের জন্য কাজ করতে হবে। এখনো বহিঃশত্রুরা আমাদের দেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে, আমাদের ঐক্য দূর্বল করতে চাচ্ছে তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে এসব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। সকল ধর্ম, বর্ণ একসাথে ঐক্যবদ্ধ থেকে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।

এছাড়া কর্মসূচিগুলোতে যবিপ্রবির ডিন ড. মো. আমজাদ হোসেন, অধ্যাপক ড. মো. জাফিরুল ইসলাম, ড. মো. মুনিবুর রহমান, ড. মো. কোরবান আলি, অধ্যাপক ড. মো. জিয়াউল আমিন, রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মীর মোশাররফ হোসেনসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, দপ্তর প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শহীদ বুদ্ধিজীবীদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করা হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন যবিপ্রবির কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মো. আকরামুল ইসলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish