Top 5 This Week

যবিপ্রবিতে “অ্যাডভান্সেস ইন অ্যাকুয়াকালচার অ্যান্ড ফিশারিজ” বিষয়ক ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত

 

যবিপ্রবি প্রতিনিধি:

পানিতে মাছ, চিংড়ি, শামুক চাষ এবং মৎস্যসম্পদ সম্পর্কিত গবেষণা ও অগ্রগতির ওপর আলোকপাত করতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স (এফএমবি) বিভাগের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত হলো “অ্যাডভান্সেস ইন অ্যাকুয়াকালচার অ্যান্ড ফিশারিজ” শীর্ষক ন্যাশনাল কনফারেন্স।

মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টা ৩০ মিনিটে যবিপ্রবির কেন্দ্রীয় গ্যালারিতে কনফারেন্সের উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, “বাংলাদেশ মৎস্য উৎপাদনে বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ। মৎস্য রপ্তানি করে আমরা প্রতিবছর বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন করি, যা দেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশের মানুষের প্রোটিন চাহিদা পূরণেও মাছের অবদান অপরিসীম। মৎস্য খাতে টেকসই উন্নয়নের জন্য গবেষণার মান বাড়ানো অত্যন্ত প্রয়োজন।”

তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের এ ধরনের কনফারেন্সে স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ জরুরি। এটি জ্ঞানার্জন, যোগাযোগ দক্ষতা বৃদ্ধি ও ক্যারিয়ার গঠনে সহায়ক ভূমিকা রাখবে। সামুদ্রিক মৎস্য চাষে উন্নতির লক্ষ্যে আমরা সাতক্ষীরায় একটি কোস্টাল অ্যান্ড ব্রাকিশওয়াটার সেন্টার স্থাপন করতে যাচ্ছি, যা শিক্ষার্থীদের গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে।”

কনফারেন্সে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন: মালয়েশিয়ার পুটরা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. আব্দুল মান্নান ম্যাট জায়িস, খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্চ টেকনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. গোলাম সারওয়ার, অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. দেবাশীষ মজুমদার, যুক্তরাষ্ট্রের ভারমন্ট বিশ্ববিদ্যালয়ের পোস্টডক্টরাল রিসার্চ অ্যাসোসিয়েট ড. মো. হাবিবুর রহমান মোল্লা

তাঁরা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মৎস্য চাষ, গবেষণা, প্রযুক্তির ব্যবহার ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে বিস্তারিত আলোচনা করেন।

কনফারেন্সের প্রথম পর্ব শেষে অনুষ্ঠিত হয় পোস্টার প্রেজেন্টেশন, যেখানে এফএমবি বিভাগের শিক্ষার্থীরা তাঁদের গবেষণালব্ধ কাজ উপস্থাপন করেন। বিকেলে অনুষ্ঠিত হয় “মডার্ন হ্যাচারি অপারেশন অ্যান্ড ম্যানেজমেন্ট” শীর্ষক হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালা। এ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন অধ্যাপক ড. মো. আনিছুর রহমান।

বিকেল ৪টা ৩০ মিনিটে কনফারেন্সের সমাপনী পর্বে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয় এবং পোস্টার প্রেজেন্টেশনের বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন কনফারেন্স আহ্বায়ক ও এফএমবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আমিনুর রহমান, অধ্যাপক ড. মো. আনিছুর রহমান এবং বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যাপক ড. মো. মীর মোশাররফ হোসেন ও সহকারী অধ্যাপক মোছা. শারমিন নাহার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish