Top 5 This Week

যবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটে অংশ নিচ্ছে ১৫৫৯ শিক্ষার্থী

Spread the love

যবিপ্রবি প্রতিনিধি:

শিক্ষার্থীদের যাতায়াত ও আবাসন সমস্যা লাঘবে দেশের ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত গুচ্ছ পদ্ধতিতে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা।

এই ধারাবাহিকতায় আগামীকাল, বৃহস্পতিবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সি’ ইউনিটের (বানিজ্য) ভর্তি পরীক্ষা। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) কেন্দ্রে এ পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ১,৫৫৯ জন শিক্ষার্থী।

যবিপ্রবির জিএসটি সমন্বিত ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের কেন্দ্রীয় সমন্বয়ক ড. মোহাম্মদ কামাল হোসেন জানিয়েছেন, পরীক্ষা অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের কবি নজরুল একাডেমিক ভবনে। শিক্ষার্থীদের সুবিধার্থে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ডিজিটাল ব্যানারে রোল নম্বর, কেন্দ্র ও ভবনের দিকনির্দেশনা থাকবে।

ভবনের প্রবেশপথে বিএনসিসি, রোভার স্কাউট এবং অন্যান্য স্বেচ্ছাসেবকরা শিক্ষার্থীদের সহায়তায় নিয়োজিত থাকবেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনও পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতা করবে।

পরীক্ষার্থীদের অভিভাবকদের জন্য টিএসসি ভবনের সামনে বসার এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখা হয়েছে। পরীক্ষাকেন্দ্রেও সুপেয় পানি ও প্রাথমিক চিকিৎসা সামগ্রীর ব্যবস্থা থাকবে।

শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে সকাল ৮:৪০ থেকে ১২:৪০ পর্যন্ত যশোর পালবাড়ি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত চলবে শাটল বাস সার্ভিস।

জিএসটির ওয়েবসাইট সূত্রে জানা গেছে, ২৫ এপ্রিল ‘সি’ ইউনিটের (বানিজ্য) পরীক্ষা দুপুর ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরবর্তী পরীক্ষাগুলো হলো—২ মে ‘বি’ ইউনিট (মানবিক) এবং ৯ মে ‘এ’ ইউনিট (বিজ্ঞান)। ৯ মে বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে আর্কিটেকচার বিভাগে ভর্তিচ্ছুদের ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা।

পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা অনুযায়ী, পরীক্ষা শুরুর এক ঘণ্টা পূর্বেই কেন্দ্রে উপস্থিত হতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish