বিডিটাইম ডেস্ক
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)-তে ফিনটেক শিল্পে প্রযুক্তির অগ্রগতি, উদ্ভাবন, আর্থিক অন্তর্ভুক্তি ও সাইবার নিরাপত্তা জোরদারের ওপর জাতীয় সম্মেলন (ন্যাশনাল কনফারেন্স) অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্যালারিতে এ আয়োজন করে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং (এফবি) বিভাগ।
“ন্যাশনাল সিম্পোজিয়াম অন ব্লেসিং অব টেকনোলজিক্যাল অ্যাডভ্যান্সমেন্ট ইন দ্যা ফিনটেক ইন্ডাস্ট্রি: আনলোকিং ইনোভেশন, ইনক্লুশন অ্যান্ড ইন্ডাস্ট্রি” শীর্ষক এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “এই ধরনের কনফারেন্স শিক্ষার্থীদের জ্ঞান, চিন্তাশক্তি ও নেতৃত্ব বিকাশে বড় ভূমিকা রাখে। তারা ভবিষ্যতে দক্ষ জনশক্তি হয়ে উঠবে এবং উদ্যোক্তা হিসেবে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।” তিনি শিক্ষার্থীদের স্বপ্ন দেখার ও কঠোর পরিশ্রম করার আহ্বান জানান।
কনফারেন্সে প্রধান বক্তা ছিলেন এশিয়া ব্যাংকের আইসিটি ডিভিশনের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মো. বোরহানুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান ড. এইচ. এম. মোশারফ হোসেন। তাঁরা আর্থিক প্রযুক্তির নতুন ধারণা, আর্থিক অন্তর্ভুক্তি, সাইবার নিরাপত্তা ও ডিজিটাল ব্যাংকিং সেবার বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন।
সম্মেলনের প্রথম পর্ব শেষে অনুষ্ঠিত হয় শিক্ষার্থীদের অংশগ্রহণে পোস্টার প্রেজেন্টেশন। বিকেলে আয়োজন করা হয় একটি প্রশিক্ষণ কর্মশালা এবং সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মোহাম্মদ কামাল হোসেন। কনফারেন্সের আহ্বায়ক ও এফবি বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ছাড়াও উপস্থিত ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক এ.এইচ.এম. শাহরিয়ার, প্রভাষক আল আমিন বিশ্বাস, নিশাত রুমালী, মো. শাহানুর রহমানসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বিভাগের শিক্ষার্থী জাকারিয়া হাবীব জিম ও জান্নাতুল ফেরদৌস জুলি।