Top 5 This Week

যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া ও আন্তঃবিভাগ অ্যাথলেটিকস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

Spread the love

যবিপ্রবি প্রতিনিধি:

“ক্রীড়ায় বিকশিত হোক তারণ্য”—এই স্লোগানকে সামনে রেখে সমাপ্ত হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) আয়োজিত বার্ষিক ক্রীড়া ও আন্তঃবিভাগ অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৫।

গতকাল বুধবার (২৩ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন।

তিন দিনব্যাপী এই প্রতিযোগিতা শুরু হয় গত ২১ এপ্রিল। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। সমাপনী দিনে ১০০ মিটার স্প্রিন্ট, ৮০০ মিটার মিক্স রিলে সহ বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়, যা অতিথি ও দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করে।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান। আরও উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. আমজাদ হোসেন, মুন্সি মেহেরুল্লাহ হলের প্রভোস্ট ড. আব্দুর রউফ সরকার, শরীরচর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক আব্দুল ওয়াহেদ, ফিজিক্যাল ইন্সট্রাক্টর উজ্জল চন্দ্র সূত্রধর, মো. শাহিনূর রহমান, মো. রায়হান রাকিব, মো. জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish