Top 5 This Week

যবিপ্রবিতে বাস থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন

Spread the love

যবিপ্রবি প্রতিনিধি:

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পরিবহন বিভাগের একটি বাস থেকে তেল চুরির ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব। তিনি জানান, “তেল চুরির ঘটনায় গঠিত তদন্ত কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”

তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস. এম. নুর আলমকে এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সহকারী রেজিস্ট্রার এস. এম. হাসান আলী। কমিটির অন্য সদস্যরা হলেন—ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ও সহকারী পরিবহন প্রশাসক মো. রবিউল ইসলাম এবং সহকারী রেজিস্ট্রার মো. রিয়াজুল ইসলাম।

প্রসঙ্গত, গত ২১ এপ্রিল ভোরে পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী হান্নান হোসেনের নেতৃত্বে কয়েকজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ‘শাপলা’ বাস থেকে প্রায় ৬১ লিটার চুরিকৃত জ্বালানি তেল জব্দ করেন। বাসের চালক ও হেলপার ঘটনাস্থলেই তেল চুরির বিষয়টি স্বীকার করেন।

তাদের ভাষ্যমতে, প্রায় ১০-১২ বছর ধরে পরিবহন বিভাগের চালকরা দুটি গ্রুপে বিভক্ত হয়ে এ ধরনের চুরির সঙ্গে জড়িত। তারা প্রতি লিটার জ্বালানি তেল ৯০ টাকা দরে বিক্রি করে আসছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish