যবিপ্রবি প্রতিনিধি:
মৎস্য অধিদপ্তরের প্রস্তাবিত অর্গানোগ্রাম দ্রুত বাস্তবায়ন এবং ২০১৫ সালে সৃষ্ট ৩৯৫টি পদে নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স (এফএমবি) বিভাগের শিক্ষার্থীরা।
সোমবার (৫ মে) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ফিশারিজ সেক্টরের উন্নয়নে প্রয়োজন সঠিক জনবল। অথচ ২০১৫ সালে বিসিএস (মৎস্য) ক্যাডারে ৩৯৫টি পদ সৃষ্টির প্রস্তাবনা থাকলেও তা এখনও বাস্তবায়ন হয়নি। এতে যোগ্য ফিশারিজ গ্র্যাজুয়েটরা নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।
তারা জানান, “আমাদের দাবি নতুন পদ নয়, বরং পূর্বে সৃষ্ট পদের দ্রুত বাস্তবায়ন। দাবি না মানলে মন্ত্রণালয়ের অভিমুখে লং মার্চ করব।”
শিক্ষার্থীরা অভিযোগ করেন, সংশ্লিষ্ট বিষয়ে দক্ষ না হয়েও অন্য বিভাগ থেকে নিয়োগ দেওয়া হচ্ছে, যা সেক্টরের অগ্রগতিতে প্রতিবন্ধকতা তৈরি করছে।
প্রসঙ্গত, ২০১৫ সালের একটি প্রস্তাবনায় বিসিএস (মৎস্য) ক্যাডারে ৩৯৫টি নতুন পদসহ মোট ৬৩৭টি পদ সৃষ্টির কথা উল্লেখ ছিল। যদিও এক দশক পেরিয়ে গেলেও তার বাস্তবায়ন হয়নি।