যবিপ্রবি প্রতিনিধি
ঐতিহাসিক যশোর মুক্ত দিবস উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বিজয় মিছিল করছে যবিপ্রবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
শুক্রবার (৬ ডিসেম্বর) বিকাল ৫ টায় যবিপ্রবির প্রধান ফটক থেকে মিছিলটি শুরু হয়ে অদম্য একাত্তরের সামনে এসে শেষ হয়।
বিজয় মিছিলে ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন (পি.টি.আর) বিভাগের শিক্ষার্থী ফরিদ হাসান বলেন, আজ ঐতিহাসিক ছয় ডিসেম্বর, এইদিন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে যশোর জেলা প্রথম মুক্ত হয়। এরই পরিপ্রেক্ষিতে আজকে আমরা বিজয় মিছিল আয়োজন করি।
শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাবিবুর রহমান ইমরান বলেন, ১৯৭১ সালের ৬ ডিসেম্বর আমাদের এই যশোর জেলা স্বাধীন হয়। দীর্ঘ নয় মাস পাকিস্তানের সাথে রক্তক্ষয়ী যুদ্ধ করে আমরা এই নতুন দেশ পাই। কিন্তু আমরা এখন দেখতে পাই ভারত বাংলাদেশকে তাদের একটি অঙ্গরাজ্য মনে করে। আমাদের দেশের পতাকা যখন তাদের দেশে পুড়িয়েছে তখন আমাদের দেশের স্বাধীনতা ভুলন্ঠিত হয়। আমরা তাদের স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে যদি কোন ভিনদেশী শত্রু ষড়যন্ত্র করে, বাংলাদেশের মানুষ এটা উপেক্ষা করবে না। প্রয়োজনে বাংলাদেশের মানুষ ভারতের বিপক্ষে আবার নতুন করে যুদ্ধ করবে। এ সংখ্যালঘু ট্রাম্প কার্ড খেলে নরেন্দ্র মোদী ও শেখ হাসিনা যে পরিকল্পনা করছে বাংলাদেশের মানুষ এটা কখনো মেনে নেবে না।
উল্লেখ্য, ১৯৭১ সালে আজকের এই দিনে যশোর জেলা পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে মুক্ত হয়। এদিন দুপুরের পরপরই যশোর সেনানিবাস ছেড়ে পালিয়ে যায় পাকিস্তানি সেনারা।