Top 5 This Week

যবিপ্রবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৯৬.২২ শতাংশ

Spread the love

যবিপ্রবি প্রতিনিধি:

গুচ্ছ পদ্ধতির অধীনে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও (যবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। এ ইউনিটে যবিপ্রবির আসন সংখ্যা ছিল ১,৫৬০টি। পরীক্ষায় উপস্থিতি ছিল ৯৬.২২ শতাংশের বেশি বলে জানিয়েছেন পরীক্ষাসংশ্লিষ্টরা।

আজ ২৫ এপ্রিল অনুষ্ঠিত হয় বাণিজ্য বিভাগভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। আগামী ২ মে মানবিক বিভাগের ‘বি’ ইউনিট এবং ৯ মে বিজ্ঞান বিভাগের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। একই দিনে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘এ’ ইউনিটের আওতাধীন আর্কিটেকচারের ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ সন্তোষ প্রকাশ করে বলেন, “অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে যবিপ্রবি কেন্দ্রে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।” তিনি এই সফল আয়োজনের জন্য যবিপ্রবির সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও স্বেচ্ছাসেবীদের ধন্যবাদ জানান।

যবিপ্রবির ‘সি’ ইউনিটের কেন্দ্রীয় সমন্বয়কারী ড. মোহাম্মদ কামাল হোসেন জানান, পরীক্ষার্থীর সংখ্যা তুলনামূলকভাবে কম হওয়ায় যবিপ্রবিতে একটি কেন্দ্রেই ভর্তি পরীক্ষা নেওয়া হয়। শিক্ষার্থীদের সুবিধার্থে ক্যাম্পাসজুড়ে ডিজিটাল ব্যানারে রোল নম্বর, কেন্দ্র ও ভবন নির্দেশনা দেওয়া হয়। নিরাপত্তা উপ-কমিটি, বিএনসিসি, রোভার স্কাউটসহ স্বেচ্ছাসেবকেরা দায়িত্ব পালন করেন।

পরীক্ষা শুরুর আগেই যবিপ্রবি কর্তৃপক্ষ সুষ্ঠু আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি নেয়। আইনশৃঙ্খলা রক্ষায় ক্যাম্পাসে পর্যাপ্ত সংখ্যক বাহিনী মোতায়েন ছিল। পরীক্ষা চলাকালে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ কোষাধ্যক্ষকে সঙ্গে নিয়ে বিভিন্ন হল পরিদর্শন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish