Top 5 This Week

যবিপ্রবি’র ভিজিটিং প্রফেসর হলেন ৫ বিশ্বসেরা বিজ্ঞানী

Spread the love

 

যবিপ্রবি প্রতিনিধি:

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) এর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ভিজিটিং প্রফেসর হিসেবে নিয়োগ পেয়েছেন পাঁচ বিশ্বসেরা বিজ্ঞানী।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীব স্বাক্ষরিত পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷

ভিজিটিং প্রফেসর হিসেবে নিয়োগ পাওয়া পাঁচ বিশ্বসেরা বিজ্ঞানী হলেন, মালয়েশিয়ারর সানওয়ে বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইন্জিনিয়ারিং এন্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. সাইদুর রহমান, জাপানের তহুকো বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক তাডাহেরু কোমেডা, চায়নার জর্জিয়া টেক সেনজেন ইনস্টিটিউটের খন্ডকালীন সহকারী অধ্যাপক মোহাম্মদ আলী সাদ আলী, পিএইচডি, ইঞ্জি:, জাপানের টোকিও ইনস্টিটিউট অব টেকনোলজি’র ম্যাটেলিয়ালস্ সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক তমোহিরো হায়েসি এবং চায়নার হেনান বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক জিউহা লিউ, পিএইচডি।

যবিপ্রবি’র নিয়োগ পাওয়া এই বিশ্বসেরা বিজ্ঞানীগণ বিশ্ববিদ্যালয় ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষা ও গবেষণার বিভিন্ন বিষয় নিয়ে দিক নির্দেশনা প্রদান করবেন। যা বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের বিশ্বের কাছে পরিচিত হতে সহযোগিতা করবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় র্যাংকিংয়ে এগিয়ে যাবে বলে ধারনা করা হচ্ছে।

উল্লেখ্য, গত ১৭ জানুয়ারী অনুষ্ঠিত ১০৪তম রিজেন্ট বোর্ড সভায় বিভাগীয় পরিকল্পনা কমিটির সুপারিশ অনুসারে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৫ জন অধ্যাপকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাসায়নিক প্রকৌশল বিভাগের ভিজিটিং প্রফেসর হিসেবে এক বছরের জন্য নিয়োগের সিদ্ধান্ত নেন।

ছবির ক্যাপশন: বাঁ থেকে প্রফেসর সাইদুর রহমান, মোহাম্মদ আলী সাদ আলী, তমোহিরু হায়েসি, তাডাহেরু কোমেডা ও জিউহা লিউ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish