Top 5 This Week

যবিপ্রবির শিক্ষক কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ের কোলাবোরেটিভ প্রফেসর নিযুক্ত

যবিপ্রবি প্রতিনিধি:

জাপানের কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ের কোলাবোরেটিভ প্রফেসর হিসেবে নিয়োগ পেয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. শাহানাজ পারভীন। তার এ নিয়োগের মেয়াদ দুই বছর, যা চলবে ১২ মে ২০২৫ থেকে ৩১ মার্চ ২০২৭ পর্যন্ত।

সোমবার (১২ মে) কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট তাকাশি ওয়াদা স্বাক্ষরিত নিয়োগপত্রে এ তথ্য জানানো হয়।

নিয়োগপত্রে উল্লেখ করা হয়, ড. শাহানাজ পারভীনকে বিশ্ববিদ্যালয়ের কোলাবোরেটিভ প্রফেসর/সহযোগী অধ্যাপক হিসেবে নিযুক্ত করা হয়েছে। তিনি কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিকীকরণ প্রক্রিয়া, যৌথ গবেষণা, শিক্ষার্থী বিনিময় কর্মসূচি এবং বৈশ্বিক সহযোগিতা বৃদ্ধিতে কাজ করবেন।

এ বিষয়ে অনুভূতি জানতে চাইলে ড. শাহানাজ পারভীন বলেন, “যবিপ্রবির একজন অ্যালামনাই হিসেবে এই অবস্থানে পৌঁছাতে পেরে আমি গর্বিত। আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কিছু করার সুযোগ পেয়েছি—এটাই আমার কাছে সবচেয়ে বড় আনন্দের বিষয়।”

তিনি আরও জানান, আগামী সেপ্টেম্বর ও এপ্রিল মাসে কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষার বিভিন্ন প্রোগ্রাম সম্পর্কে যবিপ্রবির শিক্ষার্থীদের পরিচিত করে তুলতে তিনি কার্যক্রম শুরু করবেন।

গবেষণা সহযোগিতা প্রসঙ্গে ড. পারভীন বলেন, “কানাজাওয়া বিশ্ববিদ্যালয় আমাদের কেমিকৌশল বিভাগের সঙ্গে যৌথভাবে গবেষণা করবে। এতে আমাদের গবেষণাগারে কী কী ঘাটতি রয়েছে, তা চিহ্নিত করে উন্নয়ন সম্ভব হবে। যবিপ্রবির শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাবে, গবেষণায় অংশ নেবে এবং ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে অবদান রাখবে—এটাই আমার প্রত্যাশা।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish