যবিপ্রবি ফিশারীজ ক্লাব ও পাঠকবন্ধুর উদ্যোগে বৃক্ষরোপণ ও ফুটপাত পরিষ্কার করণ কর্মসূচি পালন
যবিপ্রবি প্রতিনিধি:
“পরিবেশ রক্ষায় প্রথম পদক্ষেপ হোক বৃক্ষরোপণ” ও “আজকের বৃক্ষরোপণ আগামীর পৃথিবীকে সুন্দর করে তুলবে” প্রতিপাদ্যকে সামনে নিয়ে বৃক্ষরোপণ ও ফুটপাত পরিষ্কার করণ কর্মসূচি পালন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ফিশারীজ ক্লাব ও দৈনিক আজকের পত্রিকার পাঠকবন্ধু।
শুক্রবার (২৭ জুন) সকাল ৮:০০ টা থেকে দুপুর ০১:০০ টা পর্যন্ত যবিপ্রবির প্রধান ফটক থেকে শুরু করে দ্বিতীয় ফটক পর্য়ন্ত সৌন্দর্য বর্ধক বৃক্ষরোপণ ও ফুটপাত পরিষ্কার করণ কর্মসূচি পালন করা হয়। এ কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধান করেন যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম। এসময় তাঁর নেতৃত্বে ১০০ টি সোনালু গাছ ও ২০ টি রাধাচূড়া গাছ রোপণ করা হয়। এছাড়াও বিষাক্ত পার্থেনিয়াম গাছসহ বিভিন্ন আগাছা পরিষ্কার করে প্রায় তিনশত গজ ফুটপাত তৈরি করা হয়। উক্ত কর্মসূচী দুটি বাস্তবায়নে সমন্বয়কের দায়িত্ব পালন করেন আজকের পত্রিকার ক্যাম্পাস অ্যাম্বাসেডর মোঃ শেখ সাদী ভূঁইয়া।
বৃক্ষরোপণ ও ফুটপাত পরিষ্কার করণ কর্মসূচি উদ্বোধন করেন জীব বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন ও পাঠকবন্ধুর উপদেষ্টা অধ্যাপক ড মোঃ সিরাজুল ও পাঠকবন্ধুর উপদেষ্টা ও ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মজনুজ্জামান।
উদ্বোধনকালে অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম বলেন, আজকের সকালটি এক অন্যরকম সকল আমার কাছে। আজকের এই সকালের উদ্যোগ আমাদের পরবর্তী প্রজন্মের বাঁচতে সহযোগিতা করবে। আজকের সকালটি বৃক্ষরোপণের মতো এক মহৎ কাজের মাধ্যমে শুরু করতে পেরে সত্যিই আমরা আনন্দিত। বৃক্ষ নিধনের ফলে পৃথিবীতে যে প্রাকৃতিক দূর্যোগ শুরু হয়েছে, এ অবস্থায় আমাদের দেশকে এ বিপর্যয় থেকে রক্ষা করতে বৃক্ষরোপণের বিকল্প কোনো পথ নেই। বৃক্ষরোপণের প্রতি মাননীয় প্রধানমন্ত্রী যে আহ্বান জানিয়েছেন সে আহ্বানে আমাদের সাড়া দেওয়া উচিত। এ বিশ্ববিদ্যালয়ের পাঁচ হাজার শিক্ষার্থী যদি একটি করে গাছ লাগায় তবে দেশে সবুজায়নের এক বিপ্লব ঘটবে। সবাইকে আহ্বান করবো প্রত্যেকেই যেনো এ মৌসুমে একটি করে গাছ লাগায়।
পাঠকবন্ধুর উপদেষ্টা ড. মোঃ মজনুজ্জামান বলেন, বৃক্ষনিধনের ফলে পরিবেশ এমন পর্যায়ে চলে গেছে যে, দেয়ালে আমাদের পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থা। পরিবেশে একটা সময় আমরা চেয়েছিলাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে মডেলিং করে এমনভাবে বলে দিবো যে, আজকে গাছের পাতার রং পরিবর্তন হবে কাল ঝড়ে যাবে। পরিবেশের প্রতি আমাদের অবিচারের ফলে যে বিপর্যয় সৃষ্টি হয়েছে তা থেকে রক্ষা পেতে সবচেয়ে সহজ উপায় হলো বৃক্ষরোপণ। সবাইকে নিজ নিজ জায়গা থেকে বৃক্ষরোপণের আহ্বান জানাচ্ছি।
এছাড়াও পাঠকবন্ধুর উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম এমন সুন্দর উদ্যোগের সাথে জড়িত সকলকে সাধুবাদ ও ধন্যবাদ জানান।
উক্ত কর্মসূচী বাস্তবায়নে কাজ করেছে যবিপ্রবির ফিশারিজ এন্ড মেরিন বায়োসায়েন্স (এফএমবি) বিভাগের ফিশারিজ ক্লাব ও দৈনিক আজকের পত্রিকার পাঠকবন্ধুর সদস্যরা। এছাড়াও স্বতস্ফুর্ত অংশগ্রহন করে কর্মসূচিতে সহযোগিতা করে এফএমবি বিভাগের বিভিন্ন বর্ষের ছাত্র-ছাত্রীরা।