যশোর প্রতিনিধি
যশোরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজন করলো এক বর্ণাঢ্য যোগদান অনুষ্ঠান। শুক্রবার (২৭ জুন) যশোর জেলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত এ আয়োজনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ১৫০ জন নতুন সদস্য আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন।
অনুষ্ঠানে নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়, যা অনুষ্ঠানস্থলে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক সাকিব শাহরিয়ার। আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য ইয়াহিয়া জিসান, যশোর জেলার প্রধান সংগঠক নুরুজ্জামান, জেলা সংগঠক বোরহান উদ্দিন, এবং অনুষ্ঠান পরিচালনা করেন জেলা দপ্তর সম্পাদক সাজিদ সরোয়ার।
নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, রাজনৈতিক সচেতনতা, ন্যায়বিচার ও সমঅধিকার প্রতিষ্ঠাই এনসিপির মূল লক্ষ্য। নতুন সদস্যদের সংযুক্তির মাধ্যমে যশোরে পার্টির সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে জানানো হয়, এনসিপি ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে সদস্য সংগ্রহ ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করছে।
অনুষ্ঠানজুড়ে দেখা যায় প্রাণবন্ত অংশগ্রহণ এবং নতুন সদস্যদের উচ্ছ্বাস। দলের নেতারা একে যশোরে সংগঠনের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে মন্তব্য করেন।