Top 5 This Week

যশোরে পারিবারিক বিরোধে চাচাতো ভাইয়ের হামলায় নিহত ১, আহত ১

বিডিটাইম ডেস্ক

যশোর সদর উপজেলার ডাকাতিয়া নুরপুর গ্রামে পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হামলায় মইন উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন তার বড় ভাই জমির উদ্দিন (৫০)। রোববার (৮ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মইন উদ্দিন ওই গ্রামের মোহাম্মদ আজিজ মোল্লার ছেলে। ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মইন উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত জমির উদ্দিনের অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

আহত জমির উদ্দিনের ছেলে মো. সাগর জানান, পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তার বাবা ও চাচার সঙ্গে চাচাতো ভাই আশিকের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন বিকেলে কথাকাটাকাটির একপর্যায়ে আশিক উত্তেজিত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। প্রতিবাদ জানালে তিনি ধারালো অস্ত্র দিয়ে দুই ভাইয়ের ওপর হামলা চালান। এতে তারা রক্তাক্ত হন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বিচিত্র মল্লিক জানান, হাসপাতালে আনার আগেই মইন উদ্দিনের মৃত্যু হয়। অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোর জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলার ঘটনায় একাধিক পুলিশ টিম মাঠে কাজ করছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। তবে পুলিশের নজরদারিতে পরিস্থিতি শান্ত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish