Top 5 This Week

যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ জব্দ

বিডিটাইম ডেস্ক

বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন সম্পদ জব্দ করেছে যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা (NCA)।

বুধবার (১১জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার তদন্তকারী ইউনিট (আই-ইউনিট) এ তথ্য প্রকাশ করে।

প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের এনসিএকে অনুরোধ জানায় সাবেক এই মন্ত্রীর সম্পদ জব্দের জন্য। সে অনুযায়ী এনসিএ ব্যবস্থা নিয়ে যুক্তরাজ্যে অবস্থিত সম্পদ জব্দ করেছে। সাইফুজ্জামান চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে তিনি ক্ষমতার বাইরে।

বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষ তার বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগে তদন্ত চালাচ্ছে। অভিযোগ রয়েছে, সরকারি পদে থাকার সময় তিনি দেশের বাইরে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছেন এবং যুক্তরাজ্যে সেই অর্থে বিভিন্ন সম্পদ ক্রয় করেছেন।

তবে এ বিষয়ে এখনো সাইফুজ্জামান চৌধুরীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এই ঘটনা বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। একই সঙ্গে দুর্নীতি ও অর্থপাচারবিরোধী প্রচেষ্টায় এটি একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবেও বিবেচিত হচ্ছে। তদন্তের অগ্রগতি ও সম্পদের প্রকৃত পরিমাণ জানতে বাংলাদেশি কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক সংস্থার যৌথ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish