Top 5 This Week

যোগ্যদের বিসিবিতে চান তামিম

Spread the love

বিডিটাইম ডেস্ক

যোগ্য ব্যক্তিদের বিসিবিতে দেখতে চান জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। শনিবার(৩ মে) বিগত স্বৈরাচার সরকারের সময় নির্যাতিত ও নিপীড়িত ক্রীড়া সংগঠকদের সমন্বয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ক্রীড়া সংগঠকদের উদ্দেশ্যে বক্তব্যে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) যোগ্য ও আন্তরিক প্রতিনিধিদের নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেন।

তামিম বলেন, “আমি ছোট হয়ে আপনাদের একটা জিনিস অনুরোধ করব—যারা ক্রিকেট বোর্ডে প্রতিনিধিত্ব করতে চান, তারা যেন জেলা বা বিভাগীয় পর্যায় থেকে উঠে আসা, ক্রিকেটের মৌলিক জ্ঞানসম্পন্ন ও স্বপ্নবান মানুষ হন। যারা সত্যিই বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিতে চান, তাদেরই বেছে নেওয়া উচিত।”

বিসিবিতে নির্বাচিত হয়ে অনেকেই নিজের এলাকা ভুলে যাওয়ার প্রবণতা নিয়েও হতাশা প্রকাশ করেন তামিম। তিনি বলেন, “অতীতে বহুবার দেখেছি, কেউ জেলা বা বিভাগ থেকে এসে বোর্ডের ডিরেক্টর হন, এরপর তারা নিজ অঞ্চলকে ভুলে যান। এটা হতাশাজনক।”

দেশের বিভিন্ন জেলায় ক্রিকেট কাঠামোর দুরবস্থার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “কিছুদিন আগে বরিশালে গিয়েছিলাম। এমন অনেক জেলায় গেছি, যেখানে এখনো মানসম্মত কোনো ক্রিকেট লিগ পর্যন্ত হয় না। অথচ আমরা ক্রিকেটকে বাংলাদেশের সবচেয়ে বড় খেলা মনে করি। সবচেয়ে বড় খেলা যদি এমন অবস্থায় থাকে, তাহলে যিনি নিজের এলাকা নিয়ে কাজ করেন না, তার বোর্ডে থাকার প্রয়োজন নেই।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক জাতীয় ফুটবলার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ। অংশ নেন দেশের বিভিন্ন জেলার ক্রীড়া সংগঠক ও সাবেক ক্রীড়াবিদরাও।

সংগঠনটির নেতারা জানান, দ্রুত ১০টি বিভাগে কমিটি গঠন করা হবে এবং পর্যায়ক্রমে জেলার পর উপজেলাতেও বিস্তৃত করা হবে কার্যক্রম। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে, তৃণমূল পর্যায়ে ক্রীড়া উন্নয়নকেও অগ্রাধিকার দেবে সংগঠনটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish