রংপুর প্রতিনিধি:
শহীদ পরিবারের সদস্যরা প্রশ্ন তুলেছেন, “আমাদের স্বামী, সন্তান, ভাইদের রক্তের মূল্য কোথায়?” তারা ক্ষোভ প্রকাশ করেছেন এখনও জুলাই ঘোষণাপত্র না আসার কারণে। আগামী নির্বাচন সামনে থাকলেও এই ঘোষণাপত্র না হওয়ায় তারা সন্দেহ প্রকাশ করেছেন অদৃশ্য কোনো শক্তি এর পিছনে কাজ করছে কিনা।
শুক্রবার (৪ জুলাই) রংপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের সঙ্গে সাক্ষাৎকালে ১০টি শহীদ পরিবারের সদস্যরা এই প্রশ্ন উত্থাপন করেন। ছাত্রশিবির সভাপতি নিজেও তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, “আজ শহীদ পরিবারের সঙ্গে কথা বলার সময় তাদের মুখেই এই প্রশ্ন শুনতে পেলাম—জুলাই ঘোষণাপত্র কবে হবে? আমি লজ্জায় মাথা নিচু করে বসে থাকলাম, কিছু বলতে পারলাম না।”
শহীদ পরিবারের বক্তব্য ছিল, শহীদদের রক্তের দাম কি শুধুমাত্র স্মৃতিচারণ এবং দোয়া মাহফিলেই সীমাবদ্ধ থাকবে? সামনে নির্বাচনের সময় আসছে, ঘোষণাপত্র না হওয়া নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেন।
জাহিদুল ইসলাম বলেন, “প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ছাত্র প্রতিনিধিদের মধ্য থেকে দায়িত্বপ্রাপ্ত দুজন নেতার কাছে আমরা জানতে চাই, তারা কেন এই বিষয়ে নীরব?”
তিনি আরো বলেন, “আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে শহীদ পরিবারের এই প্রশ্নের জবাব দেওয়া হবে, না হলে আমরা শহীদ পরিবারের সদস্যদের নিয়ে সংশ্লিষ্টদের অফিসে গিয়ে জবাব নেওয়ার উদ্যোগ নেবো, ইনশাআল্লাহ।”
এই ঘটনার মধ্য দিয়ে শহীদ পরিবারের দাবি ও আশা স্পষ্ট হলো—শহীদদের আত্মত্যাগকে শুধুমাত্র স্মৃতিচারণে আটকে রাখা নয়, ন্যায্য দাবি আদায় এবং সুষ্ঠু রাজনীতি প্রয়োজন।