বিডিটাইম ডেস্ক
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাড়ি থেকে বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন নবাবকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা পুলিশ। শুক্রবার (২০ জুন) গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) সুজন হক শনিবার বিকেলে জানান, “একটি রাজনৈতিক মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।”
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট একটি রাজনৈতিক পটপরিবর্তনের পর বগুড়া সদর থানায় অ্যাডভোকেট জাকির হোসেন নবাবের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন পর পুলিশ তার অবস্থান শনাক্ত করে শুক্রবার রাত আড়াইটার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, “জেলা আওয়ামী লীগের এই নেতার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে।”
এ বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।