Top 5 This Week

রাজধানীর কদমতলী ও কলাবাগানে ২ নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

বিডিটাইম ডেস্ক

রাজধানীর কদমতলী ও কলাবাগান এলাকা থেকে পৃথক ঘটনায় দুই নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন কারিনা (২৩) ও রুনা আক্তার মিম (২৫)। প্রাথমিক অনুসন্ধানে পারিবারিক কলহের কারণেই মৃত্যুর ঘটনা ঘটেছে বলে ধারণা করা হলেও, মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য উভয় লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টা এবং পৌনে ১টায় এই দুটি ঘটনা ঘটে।

কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মোসাম্মৎ ফেরদৌসী জানান, কারিনা কেরানীগঞ্জের মুরাদপুর এলাকার ইকবাল হোসেনের মেয়ে। তিনি স্বামী শহিদুল ইসলামের সঙ্গে রাজধানীর কদমতলী এলাকার কাছাল্লা মসজিদ সরকার রোডের একটি ছয়তলা ভবনের ফ্ল্যাটে ভাড়া থাকতেন। রাতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ শনিবার সকালে মর্গে পাঠানো হয়।

এসআই ফেরদৌসী আরও জানান, পারিবারিক কলহের জেরে স্বামীর সঙ্গে তর্কের একপর্যায়ে কারিনা ঘরের দরজা বন্ধ করেন। অনেকক্ষণ সাড়া না পেয়ে স্বজনরা দরজা ভেঙে ভিতরে ঢুকে ঝুলন্ত অবস্থায় তাকে পান।

অপরদিকে, কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) অজয় কুমার কুন্ডু বলেন, কলাবাগান এলাকার একটি ছয়তলা ভবনের চতুর্থ তলার ফ্ল্যাট থেকে রুনা আক্তার মিম নামের ওই নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রুনা কেরানীগঞ্জে স্বামী সজিব রহমানের সঙ্গে থাকতেন, তবে পারিবারিক কলহের কারণে কিছুদিন আগে বাবার বাড়ি কলাবাগানে চলে আসেন।

রুনার লাশও সিলিং ফ্যানে ওড়না পেঁচানো অবস্থায় পাওয়া গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, রুনা রাতের বেলায় নিজের ঘর বন্ধ করে দেন। অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়। লাশটি আইনি প্রক্রিয়া শেষে মর্গে পাঠানো হয়েছে।

দুই ঘটনাতেই পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ময়না তদন্তের প্রতিবেদন না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত নয়। আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish