ঢাকা প্রতিনিধি:
রাজধানীর ফার্মগেট ও মহাখালী এলাকায় রোববার (৬ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রথম বিস্ফোরণ ঘটে ফার্মগেটের ফার্মভিউ সুপারমার্কেটের সামনের সড়কে, এরপর কিছুক্ষণের মধ্যেই আরেকটি বিস্ফোরণ ঘটে মহাখালীর এসকেএস টাওয়ারের সামনে।
ঘটনার বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন জানান, ককটেলের বিকট শব্দ শুনে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে এখনও কেউ এই ঘটনার দায় স্বীকার করেনি এবং বিস্ফোরণের পেছনে কে বা কারা জড়িত—তা জানা যায়নি।
তিনি আরও বলেন, “কেউ আহত হয়েছে কি না সেটিও এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।”
রাতের শহরে পরপর দুটি বিস্ফোরণে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ বিস্ফোরণস্থল ঘিরে রেখেছে এবং আশপাশে সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করছে।
ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।