Top 5 This Week

রাত ১২টার পর জানা যাবে কুবির ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল

Spread the love

 

কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল আজ (২২ এপ্রিল) রাত ১২টার পর থেকে জানা যাবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ‘সি’ ইউনিটের ফলাফল প্রস্তুত হয়েছে এবং আগামীকাল ২৩ এপ্রিল (বুধবার) থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘এ’ ও ‘সি’ ইউনিট—উভয়ের ফলাফল প্রকাশ করা হবে।

তবে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফলাফল আগামীকাল দুপুর ১২টার পর প্রকাশিত হতে পারে।

এ বিষয়ে জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক বলেন, ‘বিদ্যুৎ বিভ্রাট বা প্রযুক্তিগত ত্রুটির কারণে ফল প্রকাশে কিছুটা বিলম্ব হতে পারে। এজন্য অফিসিয়ালি আগামীকাল দুপুর ১২টার সময় উল্লেখ করা হয়েছে। তবে আজ রাতেই ফল প্রকাশের জন্য পুরোদমে কাজ চলছে।’

উল্লেখ্য, গত ১৯ এপ্রিল কুবির ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ‘সি’ ইউনিটে মোট ৯,৯৫২ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৭,৬৪৬ জন—যার উপস্থিতির হার ৭৬.৮৩ শতাংশ। অন্যদিকে, ‘এ’ ইউনিটে ৩২,৬৫৮ জন শিক্ষার্থীর মধ্যে ২১,৯৯৯ জন অংশগ্রহণ করেন। এ ইউনিটের উপস্থিতির হার ৬৭.৫৩ শতাংশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish