বিডিটাইম ডেস্ক:
এই যুদ্ধে যদি আমি মারা যাই বা শহীদ হই, তবে আরব দেশগুলোর নেতাদের আমি কক্ষনো ক্ষমা করবোনা। খাবার ও পানি ছাড়া এতদিন আমাদের খুব কষ্ট হয়েছে। এই বয়সেই আমার চুল পেকে গিয়েছে।
আল্লাহ যাতে আরব দেশের নেতাদের ক্ষমা না করেন। কসম, আমি আরশের মালিক আল্লাহর কাছে তাদের নামে বিচার দিব। আমি তোমাকে ভালোবাসি মা, আমাকে ক্ষমা করে দিয়ো, আমি মারা গেলে কষ্ট পেয়ো না।
আমার এ চিঠি মিশর, ইয়েমেন, জর্ডান, আলজেরিয়া, লিবিয়া, লেবানন, তিউনিসিয়া, সুদান, সোমালিয়া ও মালয়েশিয়ার জনগণ, এবং অন্যান্য দেশের যেসকল মানুষ যারা আমাদের সমর্থন করে তাদের প্রতি – গাজা পৃথিবী থেকে বিচ্ছিন্ন, গাজার ভবিষ্যৎ আপনাদের হাতে।
পৃথিবী গাজাকে ভুলে গিয়েছে, কিন্তু আপনারা গাজাকে ভুলে যাবেন না। কসম আপনাদের কাছে, আপনাদের সবাইকে আমি ভালোবাসি – আমার বিশ্বাস আপনারা আমাদের হতাশ করবেন না।
কেউ যদি আমার চিঠিটি খুঁজে পান, তবে সেটি সবার মাঝে ছড়িয়ে দিবেন। আল্লাহ চাইলে আমি শহীদদের মাঝে গণ্য হব।
অনুবাদ: মুহাম্মাদ আবদুলকাদির আল-হুসেইনি