Top 5 This Week

রাবিতে শিক্ষকদের সঙ্গে নিয়ে আন্দোলনকারীদের মিছিল

রাবি প্রতিনিধি,

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কোটা সংস্কার আন্দোলনকারীদের একাংশ। সোমবার (২৯ জুলাই) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান শেষে বিক্ষোভ মিছিল নিয়ে বিনোদপুর বাজারে যান তারা। পরে সেখানে কিছুক্ষণ অবস্থান করে কর্মসূচি শেষ করে।

এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ইফতেখার মাসুদ ও পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ হাসান নকীব শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা পোষণ করেন।

আন্দোলকারীরা বলেন, কোটা সংস্কারের বিষয়ে সরকার দাবি মেনে নিলেও তাদের ৯ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘পুলিশ দিয়ে আন্দোলন, বন্ধ করা যাবে না’, ‘লড়াই হবে সেখানে, বাঁধা আসবে যেখানে’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’ ইত্যাদি স্লোগান দেন। বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীদের হাতে লাঠিসোঁটা ও বাঁশ দেখা গেছে।

কর্মসূচিতে সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মেহেদী সজিব বলেন, সরকার কোটা সংস্কার করলেও এখনো আমাদের কেন্দ্রীয় ৯ দফা দাবি মেনে নেয়নি। সেটির জন্য আমরা আবার কর্মসূচির ডাক দিয়েছি। অবিলম্বে আমাদের দাবি মেনে নেওয়া না হলে আরও কঠোর আন্দোলন শুরু করব৷

পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, বর্তমানে আর মুক্তিযুদ্ধ করার সুযোগ নেই কিন্তু যারা ন্যায্য দাবির পক্ষে কথা বলে, রাস্তায় দাঁড়ায় তারাও এই প্রজন্মের মুক্তিযোদ্ধা। কোটার বিষয়টি সর্বজনীন ও ন্যায্য দাবি- তাই এ দাবির পক্ষে আমি ব্যক্তিগতভাবে আছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish