Top 5 This Week

রামপুরায় ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা লুট

বিডিটাইম ডেস্ক

রাজধানীর রামপুরায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন আল মামুন (৩৫) নামের এক ব্যবসায়ী। শুক্রবার (২১ জুন) সন্ধ্যায় পশ্চিম রামপুরার বাগিচারটেক এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনতাইকারীরা তার কাছ থেকে ২৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত আল মামুনের বড় ভাই আল আমিন জানান, আল মামুনের বাসা ও বৈদ্যুতিক সরঞ্জামের দোকান বাগিচারটেক এলাকাতেই। শুক্রবার সন্ধ্যায় মাগরিবের নামাজ আদায়ের জন্য তিনি ৩ নম্বর গলির আনসার ক্যাম্পসংলগ্ন জামে মসজিদে যাচ্ছিলেন। মসজিদের কাছাকাছি পৌঁছালে স্থানীয় কয়েকজন মাদকসেবী তার পথরোধ করে মারধর করে এবং মাথায় ছুরিকাঘাত করে।

ছিনতাইকারীরা তার কাছ থেকে সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, আহত ব্যক্তির অবস্থা স্থিতিশীল। বিষয়টি হাতিরঝিল থানায় জানানো হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাটি তদন্ত করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish