Top 5 This Week

রাশিয়ার দাগেস্তানে বন্দুকধারীদের হামলায় নিহত ৩ পুলিশ

Spread the love

বিডিটাইম ডেস্ক

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় দাগেস্তান প্রজাতন্ত্রে বন্দুকধারীদের হামলায় তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রয়টার্সের বরাতে জানা গেছে, অজ্ঞাতনামা হামলাকারীরা একটি ট্রাফিক পুলিশের গাড়িকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পাল্টা গুলিতে হামলাকারীদের একজন ঘটনাস্থলেই নিহত হয় বলে রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে।

টেলিগ্রামে ছড়িয়ে পড়া অযাচাইকৃত ভিডিও ফুটেজে দেখা গেছে, একটি পুলিশ ভ্যানের পাশে পড়ে আছে তিন পুলিশ সদস্যের মরদেহ। পথচারীরা লাশগুলো দেখতে থামলে দূর থেকে গুলির শব্দ শোনা যায়।

আরেকটি ভিডিওতে কালো পোশাক পরা এক বন্দুকধারীকে গুলি চালাতে চালাতে রাস্তা দিয়ে পালিয়ে যেতে দেখা যায়।

টেলিগ্রাম চ্যানেলগুলো আরও কিছু ছবি প্রকাশ করেছে, যেখানে দু’জন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তাদের বন্দুকধারী হিসেবে শনাক্ত করা হয়েছে বলে দাবি করা হয়।

উল্লেখ্য, মুসলিম-প্রধান দাগেস্তান অঞ্চলটি সাম্প্রতিক বছরগুলোতে একাধিক জঙ্গি হামলার শিকার হয়েছে। চলতি বছরের মার্চ মাসে ইসলামিক স্টেট (আইএস)-সংশ্লিষ্ট চারজন সন্ত্রাসীকে একটি সন্ত্রাসবিরোধী অভিযানে হত্যা করে রুশ নিরাপত্তা বাহিনী। ওই সন্ত্রাসীরা স্থানীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি কার্যালয়ে হামলার পরিকল্পনা করছিলেন বলে তখন জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish