সিকৃবি প্রতিনিধি
ভারতে হিন্দু পুরোহিতের বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) কে গালি, কটুক্তির এবং বিজিপি নেতার সমর্থন করায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ( সিকৃবি) শিক্ষার্থীরা।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে একটি র্যালি বের হয়ে ক্যাম্পাসের টিএসসি প্রদক্ষিণ করে আবার মসজিদের পাশে এসে শেষ করেন।
এসময় শিক্ষার্থীরা ভারত সরকারের প্রতি এ ধরনের বিদ্বেষমূলক কর্মকাণ্ড বন্ধের সাথে বাংলাদেশ সরকারকে কুটনৈতিক প্রতিবাদ জানাতে আহবান করেন। এসময় ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহ আকবার, পুরোহিতের গালে গালে, ‘জুতা মারো তালে তালে’, ‘ বিজিপি নেতার বিরুদ্ধে ডাইরেক একশন, পুরোহিতের বিরুদ্ধে ডাইরেক একশন, দুনিয়ায় মুসলমান এক হও এক হও সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় ।
সমাবেশে ডিবিএম অনুষদের ৪র্থ বর্ষের শিক্ষার্থী রাকিব হাসান শান্ত বলেন, আমরা হযরত মুহাম্মাদ (সা) কে নিজের জান ও মালের থেকে বেশি ভালোবাসি। রাসুল ( সা.) বিরুদ্ধে এধরনের কটুক্তি মূলক বক্তব্য দিলে সারা বিশ্বের মুসলমান এক হয়ে প্রতিবাদ জানাবে। সেই সাথে ভারত সরকারকে এধরনের উস্কানিমূলক বক্তব্যধারীদের বিচারের আওতায় এনে শাস্তির আহবান জানাই।
কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ২য় বর্ষের আরেক শিক্ষার্থী তানভীর আহমেদ কনক বলেন, রাসূল (সা.) আমাদের পথ প্রদর্শক, রাসূলকে নিয়ে এধরনের কটুক্তি মূলক বক্তব্য ইসলাম বিদ্বেষী মনোভাব। সেই সাথে এসব উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাতে ধর্মীয় দাঙ্গা সৃষ্টি না করে জাতিসংঘকে পদক্ষেপ দিতে আহবান করেন।