Top 5 This Week

রূপগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়াতে গুলিবর্ষণ আহত ১

বিডিটাইম ডেস্ক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে ছাড়িয়ে নিতে এসে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

এতে মামুন নামে এক এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। পরে স্থানীয়রা অভিযুক্ত ছাত্রলীগ নেতা ছাব্বির হোসেন খোকাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন।

মঙ্গলবার (১০ জুন) বিকালে উপজেলার ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

রূপগঞ্জ থানার পরিদর্শক (ইন্টেলিজেন্স) সালাউদ্দিন কাদের জানান, ৫ আগস্ট সরকার পতনের পর থেকে এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন ছাত্রলীগের ভুলতা ইউনিয়ন শাখার নিষিদ্ধ ঘোষিত সাংগঠনিক সম্পাদক ছাব্বির হোসেন খোকা। সম্প্রতি তিনি এলাকায় ফিরে আবারও অপকর্মে জড়ানোর চেষ্টা করছিলেন বলে অভিযোগ ওঠে।

মঙ্গলবার বিকেলে স্থানীয় যুবদল নেতা বাদলের অনুসারীরা ও এলাকাবাসী খোকাকে আটক করে। খবর পেয়ে জাইদুল ইসলাম বাবু নামের একজন ব্যক্তি তাকে ছাড়িয়ে নিতে ঘটনাস্থলে এসে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করেন। গুলিতে গুরুতর আহত হন ব্যবসায়ী মামুন। পরে স্থানীয়রা ধাওয়া দিলে বাবু পালিয়ে যান।

আহত মামুনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন পুলিশ।

ঘটনার পর উত্তেজিত জনতা ছাব্বির হোসেন খোকাকে গণধোলাই দিয়ে রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং আইনি প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish