কুবি প্রতিনিধি
রোটার্যাক্ট ক্লাব অব কুমিল্লা শাইনিং স্টারের নতুন কমিটি গঠন হয়েছে। এতে সভাপতি হয়েছেন তৌসিফ বিন পারভেজ এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. আশিকুল ইসলাম। আজ সোমবার (১২ আগস্ট) পূর্ণ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
এছাড়াও অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- রোটার্যাক্ট সাইয়ারা জাহান চৌধুরি – ক্লাব লার্নিং ফ্যাসিলেটর, রোটার্যাক্ট মহিউদ্দিন খান মাহিন – ক্লাব অ্যাডমিনিস্ট্রেশন চেয়ার, রোটার্যাক্ট রাজদীপ বনিক – (আইপিপি) ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট, রোটার্যাক্ট মো. মেহেদি হাসান সাকিব – সহ সভাপতি, রোটার্যাক্ট মো. মেহেদি হাসান সজিব – সিনিয়র সহ সভাপতি, রোটার্যাক্ট শাহরিয়ার রোকন – যুগ্ম সাধারণ সম্পাদক, রোটার্যাক্ট পলাশ আহমেদ – যুগ্ম সাধারণ সম্পাদক,
রোটার্যাক্ট মো. শফিউল আলম চৌধুরি – ট্রেজারার, রোটার্যাক্ট নুশেরা তাজরিন – ডেপুটি ট্রেজারার, রোটার্যাক্ট শিহাব উদ্দিন হিমেল – ডিরেক্টর অফ ফিনানশিয়াল সার্ভিস, রোটার্যাক্ট খান মাহমুদ সালেহ – এডিটর, রোটার্যাক্ট অঞ্জন দাস ধ্রুব – ডাইরেক্টর অব ক্লাব সার্ভিস, রোটার্যাক্ট তানভীরুল আলম – সার্জেন্ট এট আর্মস, রোটার্যাক্ট ফাইয়াজ মোহাম্মদ লালন – ডাইরেক্টর অফ কমিউনিটি সার্ভিস, রোটার্যাক্ট মাহির নাসির পলক – পাবলিক রিলেশনস অফিসার, রোটার্যাক্ট তানভির হাসান সমরাট – এডিশনাল সার্জেন্ট এট আর্মস, রোটার্যাক্ট মাহমুদুল হাসান – মেম্বার
প্রসঙ্গত, আন্তর্জাতিক দাতব্য সংস্থা রোটারি ইন্টারন্যাশনাল-এর সহযোগী সংগঠন হিসেবে রোটার্যাক্ট ক্লাব অব কুমিল্লা শাইনিং স্টার ২০১৯ সালে চাটার্ড প্রাপ্ত হয়। তারপর থেকে অদ্যাবধি কুমিল্লা মহানগর এবং মহানগর সংলগ্ন এলাকায় মানবতার সেবায় বিভিন্ন অলাভজনক, কল্যাণমুখী ও স্বেচ্ছাসেবামূলক কর্মসূচি সফলতার সাথে বাস্তবায়ন করে আসছে। বিভিন্ন সময় টিকাদান কর্মসূচি, ব্লাড গ্রুপিং ও রক্তদান, বৃক্ষরোপণ, শীতবস্ত্র বিতরণ, শিক্ষামূলক সেমিনার ও কর্মশালা, ছিন্নমূল মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ ইত্যাদি কার্যক্রম পরিচালনা করে আসছে।