Top 5 This Week

লেজুড়ভিত্তিক ছাত্র রাজনীতির প্রতিবাদে যবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

Spread the love

যবিপ্রবি প্রতিনিধি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) লেজুড়ভিত্তিক ছাত্র রাজনীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।

শুক্রবার (৯ মে) রাত ৯টায় শহীদ মসীয়ূর রহমান হল থেকে মিছিলটি শুরু হয়ে মুনশী মোহাম্মদ মেহেরুল্লাহ হল অতিক্রম করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন, যেমন—“চাই না চাই না রাজনীতি চাই না”, “রাজনীতির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন”, “ক্যাম্পাসে রাজনীতি চলে, প্রশাসন কি করে?”, “আরেকটা কুয়েট চাই না”, “আপোশ নয় সংগ্রাম”, “দালালি নয় রাজপথ চাই” ইত্যাদি।

সমাবেশে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাকিব বলেন, “কোড অফ কন্ডাক্ট অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কিংবা বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে রাজনৈতিক কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু ছাত্রদলের কিছু সদস্য এসব নিয়ম অমান্য করে ক্যাম্পাসে রাজনীতির পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করছে। আমরা সাধারণ শিক্ষার্থীরা এর প্রতিবাদে ঐক্যবদ্ধ।”

ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তপু বলেন, “আজ যারা বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে রাজনীতি করতে চায়, তাদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। যখন কেউ এসব কর্মকাণ্ডের বিরোধিতা করে, তখন তাকে রাজনৈতিক ট্যাগ দিয়ে দমানোর চেষ্টা করা হয়। সাধারণ শিক্ষার্থীরা এসব আর মেনে নেবে না।”

একই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী সামিউল বলেন, “আমরা কুয়েটের মতো ঘটনার পুনরাবৃত্তি যবিপ্রবিতে দেখতে চাই না। প্রশাসনের উচিত রাজনীতি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে শিক্ষার পরিবেশ বজায় রাখা।”

উল্লেখ্য, শুক্রবার গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে যবিপ্রবি ক্যাম্পাসে ছাত্রদলের কিছু নেতাকর্মী হেল্প ডেস্ক স্থাপন করে। এতে সাধারণ কিছু শিক্ষার্থী বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়। পরবর্তীতে ছাত্রদলের নাম ও লোগো সম্বলিত ফাইল জব্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish