Top 5 This Week

লোহা ভেবে মর্টারশেল বিক্রি

Spread the love

ছবি সংগৃহিত

বিডিটাইম ডেস্ক:

লোহা ভেবে একটি পরিত্যক্ত মর্টারশেল ভাঙারির দোকানে বিক্রি করেছে এক নারী।

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় এ ঘটনা ঘটেছে। পরে পুলিশ ও বিজিবি এ মর্টারশেল উদ্ধার করেছে ।

রোববার(২৩জুন)দুপুরে উপজেলার বাংলাবান্ধা বিজিবি ক্যাম্পের কিছুটা দূরে এক ওয়ার্কশপের সামনে থেকে ভাঙারির দোকানদার থেকে মর্টারশেলটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান,  রোববার দুপুরে এক নারী পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা মর্টারশেলটি কুড়িয়ে পায়। পরে সেটি ভারী লোহা মনে করে স্থানীয় বাজারের আল আমিন ওয়ার্কশপের সামনে নিয়ে আসে। এ সময় আলম নামের এক ভাঙারির দোকানদার তা কেজিদরে কিনে নেয়।

এটি মর্টারশেল চিনতে পেরে স্থানীয় ইউপি সদস্যকে জানালে তিনি বিজিবি ও থানা পুলিশকে জানান। খবর পেয়ে বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে মর্টারশেল উদ্ধার করে নিরাপদ স্থানে রাখে।

ভাঙারির দোকানদার আলম বলেন, এক নারী শ্রমিক এটি কুড়িয়ে পায়। পরে সেটি লোহা মনে করে বিক্রি করতে নিয়ে আসলে আমি সেটা ১৫০ টাকায় কিনে নেই। এটি মর্টারশেল চিনতে পেরে ইউপি সদস্য বুলবুল বিজিবিকে জানান। পরে বিজিবি ও পুলিশ এটি নিয়ে যায়।

তেঁতুলিয়া মডেল থানার ওসি (তদন্ত) সুজয় কুমার রায় বলেন, দুপুরে বাংলাবান্ধা বাজারে এক নারী মর্টালশেলটি কুড়িয়ে বিক্রি করতে আসেন। আমরা খবর পেয়ে মর্টালশেরটি উদ্ধার করে সংরক্ষিত স্থানে রেখেছি। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল টিমকে মৌখিকভাবে জানানো হয়েছে।

উল্লেখ্য, এর আগে দুবার একই ইউনিয়ন থেকে দুটি পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার করা হয়েছিল। এ ছাড়া গত ১৫ ফেব্রুয়ারি রাতে একই ইউনিয়নের সিপাইপাড়া বাজারে ভাঙারির দোকান থেকে একটি মর্টারশেল উদ্ধার করা হয়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish