Top 5 This Week

শরীয়তপুরে ছাত্রদলের কমিটি নিয়ে দুই পক্ষের উত্তেজনা

বিডিটাইম ডেস্ক

শরীয়তপুরে জেলা ছাত্রদলের সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। একটি পক্ষ কমিটি বাতিলের দাবিতে মশালমিছিলসহ ধারাবাহিক কর্মসূচি পালন করছে, অন্য পক্ষ কমিটিকে স্বাগত জানিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে। এতে করে শহরের সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

৩ জুন কেন্দ্রীয় ছাত্রদল শরীয়তপুর জেলা শাখার ৩৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করে। এতে আইনজীবী এইচ এম জাকিরকে আহ্বায়ক এবং সোহেল তালুকদারকে সদস্যসচিব করা হয়। এরপর থেকেই এক পক্ষ এ কমিটি বাতিলের দাবিতে আন্দোলনে নামে। তারা অভিযোগ করে, তৃণমূল নেতাকর্মীদের বাদ দিয়ে অছাত্র ও বিতর্কিত ব্যক্তিদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে।

গত ৯ দিন ধরে আন্দোলনরত পক্ষ সড়ক অবরোধ, কাফনের কাপড় পরে বিক্ষোভ ও মশালমিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে। এতে শহরে যানজট ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষে পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বুধবার বিকেলে কমিটির পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা এবং রাতে বিদ্রোহী পক্ষ মশালমিছিল করে। পরে চৌরঙ্গী মোড়ে সমাবেশ করে আন্দোলনকারীরা। নেতারা জানান, দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এদিকে, কমিটির আহ্বায়ক এইচ এম জাকির বলেন, “সংগঠনের স্বার্থে সবাইকে নিয়ে এগোতে চাই, কিন্তু একটি পক্ষ অস্থিতিশীলতা তৈরি করছে।”

চার বছর পর নতুন কমিটি হলেও অভ্যন্তরীণ দ্বন্দ্বে শরীয়তপুরে ছাত্রদলের কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish