যবিপ্রবি প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ মে) আসরের নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী শিক্ষার্থীদের উদ্যোগে এই দোয়ার আয়োজন করা হয়। কেন্দ্রীয় মসজিদের ইমাম অনুপস্থিত থাকায় দোয়া পরিচালনা করেন মুয়াজ্জিন রুহুল আমিন।
দোয়া মাহফিল শেষে অংশগ্রহণকারী মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।
১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু সদস্যের হাতে নিহত হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার এবং ‘জেড ফোর্স’-এর অধিনায়ক ছিলেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।