Top 5 This Week

শাবিপ্রবিতে শেরপুর স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অর্নব, সম্পাদক তীর্থ।

Spread the love

শাবিপ্রবি প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শেরপুর জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন শেরপুর স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মো: ইরতে জাউর রহমান অর্নবকে সভাপতি ও ফরেস্টি অ্যান্ড এনভায়রনমেন্টাল সাইন্স বিভাগের একই বর্ষের শিক্ষার্থী তীর্থ চন্দ্র দাসকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

 

গত ২০মে (মঙ্গলবার) কার্যনির্বাহী কমিটি ২০২১-২২ এর সভাপতি আরমান সাইদ ও সাধারণ সম্পাদক আরেফিন ইমন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলে, সহ-সভাপতি আবু রায়হান, সাজ্জাদ হোসাইন, তাসনিমুল হাসান সিয়াম, মিনহা জাহান মুক্তা। যুগ্ম সাধারণ সম্পাদক মুয়েদুর রহমান সিফাত, ফারিয়া বিন নওফেল, আনিসুর রহমান। সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান।
সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত আকন্দ, হাবিব হাসান। কোষাধ্যক্ষ নাফিজ ইসলাম।

সহকারী কোষাধ্যক্ষ রুবাইয়া নাসরিন, রমজান আলী। সাংস্কৃতিক সম্পাদক আবদুল্লাহ। উপ সাংস্কৃতিক সম্পাদক মাহবুবুর রহমান ও জাকিয়া কামরুন নাহার পূর্ণিমা। দপ্তর সম্পাদক মোহাম্মদ কাকন। উপ দপ্তর সম্পাদক হাফিজুর ইসলাম হাফিজ ও মোজাদ্দেদ আল সানি রাফি। ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক আতিফা ফাহমিদা। ছাত্রী কল্যাণ বিষয়ক উপ সম্পাদক বৃষ্টি, কণিকা খাতুন। তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাদিয়া আনজুম অর্নি। তথ্য প্রযুক্তি বিষয়ক উপ সম্পাদক মিশরাত জাহান মিষ্টি।

কার্যনির্বাহী সদসরা হলেন, মোহাম্মদ আবির, আরিফ মাহমুদ, রুদ্র সরকার, আসাদুজ্জামান তারেক, অনন্ত দাস অন্তর, মুমিনা মাওয়া, নাহিদ হাসান শিহাব, জাইম আবরার, রিদিয়া ইসলাম অর্পিতা, ঈশা মুনতাহা হৃদি, আরীনা হোসাইন, ফাতেমা, তাহমিম হাসান হীরা।

শেরপুর স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা হলেন, রসায়ন বিভাগের অধ্যাপক ও সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ড. মোঃ আশরাফুল ইসলাম ও অধ্যাপক ড. মোঃ নিজাম উদ্দিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish