Top 5 This Week

শিক্ষক নিবন্ধন পরিক্ষায় কৃতিত্বের পরিচয় দিয়েছেন আবু সাঈদ

বেরোবি প্রতিনিধি

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহিদ আবু সাঈদ শিক্ষক নিবন্ধন লিখিত পরিক্ষায় পাশ করেছেন।

আজ সোমবার (১৪ অক্টোবর) ১৮ তম শিক্ষক নিবন্ধন লিখিত পরিক্ষার ফলাফল প্রকাশ করেছে। শহিদ আবু সাঈদ ইবতেদায়ী শিক্ষা শাখায় পাশ করেছেন। তবে তিনি আর বেঁচে নেই। শিক্ষকতা করার যোগ্যতা নিয়েও পরপারে পাড়ি জমিয়েছেন এই বীর।

গত ১২জুলাই অনুষ্ঠিতব্য ১৮তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন বেরোবির মেধাবী শিক্ষার্থী শহীদ আবু সাঈদ। একদিকে সমম্বয়কের দায়িত্ব অপর দিকে পারিবারের হাল ধরার প্রচেষ্টা। ১১তারিখ ছাত্রলীগ কর্তৃক শারীরিক ও মানসিক অত্যাচারের শিকার হওয়া আবু সাঈদ হয়তো পরিবারের দিকে চেয়ে অংশগ্রহণ করেন লিখিত পরীক্ষায়।

স্বৈরশাসকের হুকুম আর অমানবিক পুলিশের গুলিতে গত ১৬জুলাই নিজ বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে নিহত হোন এই বীর। হয়তো আজ তার বোন, মা আর বাবার চোখে ঝড়তো সুখের জল, যা এখন শুধুই শূন্যতায় পরিণত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish