Top 5 This Week

শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে বিক্ষোভ মিছিল

Spread the love

 

 

নোবিপ্রবি প্রতিনিধি

সারাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানের  শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টা থেকে নোয়াখালী শহরের বিশ্বনাথ থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে বিশ্বনাথ থেকে পৌর বাজার পর্যন্ত হাজারও শিক্ষার্থীর অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা, ‘ঢাবিতে হামলা কেন, জবাব চাই চাই’, ‘চবিতে হামলা কেন, জবাব চাই জবাব চাই’, ‘জাবিতে হামলা কেন, জবাব চাই জবাব চাই’, ‘হামলা করে আন্দোলন, বন্ধ করা যাবে না’, ‘মামলা দিয়ে আন্দোলন, বন্ধ করা যাবে না’, ‘কোটা না মেধা, মেধা মেধা’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শেষে পৌর বাজার এলাকায় সমবেত হয়ে জানান, ঢাবি, জাবি ও চবিতে ছাত্রলীগ যে ন্যাক্কারজনক হামলা করেছে, নোবিপ্রবি বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে থেকে তার প্রতিবাদ জানাচ্ছি। আপনারা সংবাদে দেখেছেন আমাদের সহযোদ্ধাদের ওপর কি রকম নৃশংসতা চালানো হয়েছে। আজকের বিক্ষোভ মিছিল ছিল এই আন্দোলনের একটা ট্রেইলর মাত্র। আগামীতে ছাত্র সমাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে আরও শক্ত অবস্থানের জানান দেবে।

শিক্ষার্থীরা আরও বলেন, আমাদের এই আন্দোলন স্বতঃস্ফূর্ত আন্দোলন। আগামী দিনে কেন্দ্রীয় ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন থেকে যে কর্মসূচি দেওয়া হবে সেটিই বাস্তবায়ন করা হবে। বিক্ষোভ আন্দোলন শেষে শান্তিপূর্ণভাবে শিক্ষার্থীদের আন্দোলনের স্থান ত্যাগ করতে দেখা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish