Top 5 This Week

শিক্ষার্থীদের খণ্ডকালীন চাকরির সুযোগ দিচ্ছে যবিপ্রবির শহীদ মসিয়ূর রহমান হল

যবিপ্রবি প্রতিনিধি:

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শহীদ মসিয়ূর রহমান হলে আবাসিক শিক্ষার্থীদের জন্য খণ্ডকালীন চাকরির সুযোগ চালু করা হচ্ছে। ডাইনিং কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে হলে অবস্থানরত শিক্ষার্থীদের মধ্য থেকে কিছুজনকে এই কাজে নিয়োজিত করা হবে।

রবিবার (১৫ জুন) হল প্রশাসনের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ মসিয়ূর রহমান হলের ডাইনিং পরিচালনায় আগ্রহী আবাসিক শিক্ষার্থীদের আগামী ২২ জুনের মধ্যে হল প্রভোস্ট বরাবর লিখিত আবেদন জমা দিতে হবে। কাজের সময়, দায়িত্ব ও সম্মানী আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।

এ বিষয়ে হলের প্রভোস্ট ড. মোঃ মজনুজ্জামান বলেন,
“শিক্ষার্থীরা যদি ডাইনিংয়ের কার্যক্রমে সম্পৃক্ত হয়, তাহলে তারা গঠনমূলক অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি ব্যবস্থাপনা ও পরিচালনায় বাস্তব জ্ঞান লাভ করবে। একইসঙ্গে আর্থিকভাবে দুর্বল শিক্ষার্থীরা ক্যাম্পাসে থেকেই পড়ালেখার খরচ কিছুটা বহন করতে পারবে, টিউশনির জন্য বাইরে না গিয়ে।”

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন উদ্যোগকে শিক্ষার্থীরা ইতিবাচকভাবে দেখছেন। তারা মনে করছেন, এর মাধ্যমে পড়াশোনার পাশাপাশি বাস্তব জীবনের দক্ষতা অর্জনের সুযোগ তৈরি হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish