Top 5 This Week

শিক্ষার্থীদের শুক্র-শনিবার পরিবহন সেবা দিবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

Spread the love

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুবিধার্থে শুক্রবার ও শনিবার বিশেষ ধরনের পরিবহন সেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ৮ নভেম্বর থেকে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য বলা হয়েছে।
বুধবার (৬ নভেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৮ নভেম্বর থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে কুমিল্লা শহরের উদ্দেশ্যে একটি বাস নির্দিষ্ট সময়ে যাতায়াত করবে।
বাসটি বিকাল ৩ টায় ক্যাম্পাস থেকে ছেড়ে যাবে এবং রাত ৮টায় ক্যাম্পাসে ফিরে আসবে। এসময় বাসটি কোটবাড়ি, টমছম ব্রিজ, কান্দিরপাড়, পুলিশ লাইন এবং কুমিল্লা ঈদগাহ সড়কগুলো প্রদক্ষিণ করবে।
খোঁজ নিয়ে করোনা মহামারির সময়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের টিউশন করানো শিক্ষার্থীদের উদ্দেশ্যে নিয়মিত বাস চলাচল করত। পরে করোনা মহামারি শুরু হলে এবং নতুন প্রশাসন আসলে বিষয়টি আমলে নেওয়া হয়নি। তবে এবার শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানা গেছে।

এদিকে প্রশাসনের সিদ্ধান্ত কে সাধুবাদ জানাচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে আরেকটি বাসেরও দাবি করছেন শিক্ষার্থীদের অনেকে।

শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ২টি বাসের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুজিবুর রহমান বলেন, এতদিন কোন বাস ছিল না। শুক্র-শনি কোন একাডেমিক কাজ না থাকা সত্ত্বেও কৃচ্ছ্র সাধন করে শিক্ষার্থীদের কল্যাণের জন্য একটা বাসের ব্যবস্থা করা হয়েছে। আমাদের কিছু সীমাবদ্ধতা আছে। তাই সবকিছু মিলিয়ে চলতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish