Top 5 This Week

শিক্ষা-কর্মক্ষেত্রের সেতু ইন্ডাস্ট্রি ভিজিট

 

বুটেক্স প্রতিনিধি

ইন্ডাস্ট্রি ভিজিট ইঞ্জিনিয়ারিং পড়ুয়া শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষামূলক কার্যক্রম। এ ধরনের সফরের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করা যাতে তারা উৎপাদন প্রক্রিয়া, প্রযুক্তিগত উন্নয়ন, মান নিয়ন্ত্রণ এবং কার্যপ্রণালী সম্পর্কে সরাসরি ধারণা লাভ করতে পারে। এই ধরনের সফর শিক্ষার্থীদের বাস্তবমুখী শিক্ষা, কর্মক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবিলার দক্ষতা, পেশাদার নেটওয়ার্কিং, এবং গবেষণার ক্ষেত্র তৈরি করতে সহায়ক ভূমিকা পালন করে। পাশাপাশি এটি তাদের পেশাগত জীবনের জন্য আরও কার্যকরভাবে প্রস্তুত হতে সহায়তা করে।

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) শিক্ষার্থীরা নিয়মিতভাবে ইন্ডাস্ট্রি ভিজিটে অংশগ্রহণ করে তাদের একাডেমিক জ্ঞানকে বাস্তব অভিজ্ঞতার সাথে মেলানোর সুযোগ পাচ্ছেন। শিক্ষার এই পদ্ধতি শিক্ষার্থীদের মাঝে টেক্সটাইল শিল্পের বর্তমান অবস্থা ও কার্যপ্রণালী সম্পর্কে গভীর ধারণা তৈরিতে সহায়ক ভূমিকা পালন করছে। শিক্ষার্থী ও শিক্ষকদের মতে, ইন্ডাস্ট্রি ভিজিটের মাধ্যমে তারা বইয়ের তত্ত্বগুলোর বাস্তব প্রয়োগ দেখতে পারছেন। যা তাদের ভবিষ্যতের কর্মজীবনে সফলতার জন্য অত্যন্ত প্রয়োজনীয়।

ইন্ডাস্ট্রি ভিজিটের উপকারিতা ও প্রয়োজনীয়তা নিয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ৪৬ তম ব্যাচের শিক্ষার্থী আদিব বলেন, আমাদের টেক্সটাইল পড়াশোনা মূলত থিওরী ভিত্তিক। আমাদের ক্যাম্পাসের ল্যাবগুলোতে যে মেশিনগুলো আছে তা অনেক পুরনো এবং বেশিরভাগই সচল নয়।

যার ফলে গার্মেন্টস উৎপাদন প্রক্রিয়ার সার্বিক জ্ঞান আমরা বাস্তবে অর্জন করতে পারিনা। এই প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে এবং টেক্সটাইল সেক্টরে মডার্ণ টেকনোলজি সম্পর্কে সার্বিক ধারণা পেতে ইন্ডাস্ট্রি ভিজিটের বিকল্প নেই বললেই চলে।

ইন্ডাস্ট্রি ভিজিটের মাধ্যমে একজন শিক্ষার্থীর সৃজনশীলতা বৃদ্ধি পায়। আমরা যখন  সরাসরি একটি কারখানার উৎপাদন প্রক্রিয়া, বিভিন্ন যন্ত্রপাতির ব্যবহার, ও প্রযুক্তিগত সমাধান পর্যবেক্ষণ করি, তখন আমরা নতুন ধারণা তৈরি এবং সমস্যার সমাধানের জন্য সৃজনশীল পদ্ধতি উদ্ভাবন করতে উদ্বুদ্ধ হই।

ইন্ডাস্ট্রি ভিজিটের মাধ্যমে এধরনের বাস্তব অভিজ্ঞতা আমাদের ক্রিয়েটিভ চিন্তাশক্তির বিকাশে সহায়তা করে। একাডেমিক পড়াশোনার গণ্ডি পেরিয়ে আমাদেরকে দক্ষ পেশাজীবী হিসেবে গড়ে তুলতে ইন্ডাস্ট্রি ভিজিটের বিকল্প নেই।

৪৭তম ব্যাচের আরেক শিক্ষার্থী রায়হান বলেন, যেকোনো প্রকৌশল বিষয়ক পড়াশোনার জন্যই ইন্ডাস্ট্রিয়াল ভিজিট বিষয়টি অত্যন্ত প্রয়োজনীয় একটি সংযোজন। এর মাধ্যমে কোর্স কারিকুলাম এবং সিলেবাস সম্পর্কে তাত্ত্বিক এবং ব্যবহারিক ধারণা একইসাথে সমান্তরালে তৈরি হয়।

টেক্সটাইল প্রসেস, মেশিনারিজ ইত্যাদিসহ ইন্ডাস্ট্রির সার্বিক কর্মপরিবেশ সম্পর্কে ধারণা সৃষ্টি হয় যা পরবর্তীতে পছন্দানুযায়ী জব সেক্টর খুঁজে নিতেও সাহায্য করে। বিশ্ববিদ্যালয়ের ল্যাবের মেশিনারিজগুলো বিভিন্ন সময়ই আউটডেটেড বা অকেজো থাকে, সেক্ষেত্রে ইন্ডাস্ট্রিতে টেক্সটাইল প্রোডাকশনে প্র‍্যাকটিক্যালি যেসব মেশিনারিজ ব্যবহৃত হচ্ছে তা নিয়ে জানা যায়।

পাশাপাশি, ইন্ডাস্ট্রির সাথে সংযুক্ত সকল স্তরের প্রফেশনালদের সাথে ইন্ডাস্ট্রি ও এর বিভিন্ন দিক নিয়ে অভিজ্ঞতা ও আলোচনা করা যায়। এতে করে টেক্সটাইল বিষয়ে আপ-টু-ডেট থাকা নিশ্চিত হয়।

সর্বোপরি একটি অবশ্য সংযোজন। এজন্য প্রয়োজন এর কার্যকারিতা বাড়ানোর পদক্ষেপ নেয়া। যেমন কোর্স কারিকুলাম এবং সিলেবাস এর সাথে সর্বোচ্চভাবে মিলিয়ে ইন্ডাস্ট্রি বাছাই করা, ইন্ডাস্ট্রিতে গিয়ে শিক্ষার্থীদের জ্ঞানার্জন নিশ্চিত এবং পরবর্তীতে তার জন্য যাচাই এবং প্রায়োগিক ব্যবস্থা রাখা।

শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রি ভিজিট নিয়ে বুটেক্সের ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এমদাদ সরকার বলেন, প্রতিটা সেমিস্টারের অন্তর্ভুক্ত কোর্সের সাথে সামঞ্জস্যতা রেখে শিক্ষার্থীদের মিল ভিজিট করার প্রয়োজনীয়তা রয়েছে।

চলমান সেমিস্টারে যদি উইভিং পড়ানো হয়, মিল ভিজিটের মাধ্যমে একজন শিক্ষার্থী তাত্বিক বিষয়ের সাথে উইভিং সেকশনের মেশিন রান সিস্টেম, উৎপাদন, পাওয়ার ম্যানেজমেন্ট সিস্টেম সহ যাবতীয় ব্যবহারিক জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে সক্ষম হবে।

আরএমজি সেক্টর, রিসার্চ ডেভলপমেন্ট সেক্টর সহ বিভিন্ন সেক্টরের উৎপাদন ব্যবস্থাপনায় উথাপিত সমস্যা ও এর সামধান সম্পর্কে বিস্তর ধারণা পাওয়া যায়,যা শুধুমাত্র একাডেমিক পড়াশোনার মাধ্যমে পাওয়া সম্ভব না। এজন্য মিল ভিজিটের বিকল্প নেই।

আমি মনে করি প্রত্যেক টেকনিক্যাল শিক্ষার্থীর  বাস্তব কর্মপরিবেশ ও প্রযুক্তিগত প্রক্রিয়া সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা অর্জন  ও তাত্ত্বিক জ্ঞানকে প্রাকটিক্যাল দক্ষতায় রূপান্তরিত করতে নিয়মিত ফ্যাক্টরি ভিজিট করা উচিৎ।

শিক্ষার্থীদের জন্য একাডেমিক জ্ঞান ও বাস্তব জ্ঞান অর্জনের এই সমন্বিত প্রক্রিয়া তাদের পেশাগত দক্ষতা বাড়াতে ও প্রফেশনালিজম উন্নয়নে সহায়তা করে। দেশের টেক্সটাইল খাতের জন্য দক্ষ কর্মী তৈরি করতে ইন্ডাস্ট্রি ভিজিটকে শিক্ষা কার্যক্রমের একটি আবশ্যিক অংশ হিসেবে বিবেচনা করা উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা।

এভাবে ইন্ডাস্ট্রি ভিজিট শুধুমাত্র শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষা ও বাস্তবতার মাঝে সেতুবন্ধন হিসেবে কাজ করে না, বরং দেশ ও জাতির উন্নয়নে যোগ্য পেশাজীবী তৈরি করতেও অনন্য ভূমিকা পালন করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish