মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি
শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার কালাকুমা এলাকা থেকে ৬১ হাজার ৭৯০ ভারতীয় রুপি সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে রামচন্দ্রকুড়া বিওপি। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে বিজিবি।
গ্রেফতারকৃতরা হলেন—ময়মনসিংহ জেলার পদ্মারচর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে ওমর ফারুক (৩৩) এবং কুমিল্লার চান্দিনা উপজেলার আড়ং এলাকার আঃ জলিলের ছেলে মোবারক হোসেন (৩৬)।
৩৯ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সানবীর হাসান মজুমদার জানান, রামচন্দ্রকুড়া বিওপি’র ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে বিজিবির একটি টহল দল ওই এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত পরিমাণ ভারতীয় রুপি সহ তাদের গ্রেফতার করে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সানবীর হাসান মজুমদার বলেন, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় ৩৯ বিজিবি সর্বদা তৎপর রয়েছে এবং যে কোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে তারা দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে।