মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার বড় গজনী এলাকা থেকে আমদানি নিষিদ্ধ বিভিন্ন ব্র্যান্ডের ৫৭০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোরে এই মদগুলো জব্দ করা হয়। জব্দকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ ৫৫ হাজার টাকা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোরবেলা একদল মাদক কারবারি চোরাই পথে ভারত থেকে বাংলাদেশে বিপুল পরিমাণ মাদক প্রবেশ করানোর চেষ্টা করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল সীমান্তের বিভিন্ন পয়েন্টে ভাগ হয়ে অবস্থান নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা বড় গজনী এলাকায় ৫৭০ বোতল মদ ফেলে রেখে পালিয়ে যায়। পরে সেগুলো উদ্ধার করে থানায় আনা হয়।
এ বিষয়ে ওসি মো. আল আমিন বলেন, “জব্দকৃত মদ থানায় রাখা হয়েছে এবং মাদক চোরাকারবারিদের শনাক্ত করতে পুলিশের অভিযান চলমান রয়েছে।