Top 5 This Week

শ্রীপুরে এটিএম বুথে কিশোরী ধর্ষণের অভিযোগে নিরাপত্তাকর্মী গ্রেপ্তার

বিডিটাইম ডেস্ক
গাজীপুরের শ্রীপুরে এটিএম বুথে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার একমাত্র আসামি মো. লিটন মিয়াকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৬ জুন) রাত সাড়ে ১০টার দিকে শ্রীপুরের আনসার রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক বলেন, গ্রেপ্তারকৃত লিটন মিয়া শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের আতাবুদ্দিন মুসার বাড়ির ভাড়াটে এবং একটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার পর তিনি পালিয়ে যান এবং একাধিকবার স্থান পরিবর্তন করে আত্মগোপনে ছিলেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ময়মনসিংহের ভালুকা হয়ে তাকে শ্রীপুর থেকে গ্রেপ্তার করা হয়।

এর আগে, গত রোববার (১৫ জুন) দুপুরে শ্রীপুরের মুলাইদ গ্রামের একটি কারখানার সামনে অবস্থিত ওই এটিএম বুথের ভেতরে কিশোরী ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ উঠে।

ভুক্তভোগী কিশোরীর বাবা জানান, তিনি নিয়মিত ওই বুথে টাকা তুলতে যেতেন। সেখানে লিটনের সঙ্গে পরিচয় হয়। তাঁর মেয়ে একটি স্পিনিং কারখানায় স্বল্প বেতনের চাকরি করত। লিটন ভালো বেতনের চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে রোববার তাঁদের ওই বুথে ডেকে নেন। সেখানে তিনি মেয়েকে ভেতরে একটি কক্ষে বসতে বলেন এবং তার বাবাকে কিছুক্ষণ অপেক্ষার কথা বলে বাড়ি পাঠিয়ে দেন। কিছুক্ষণ পর মেয়েকে কাঁদতে কাঁদতে বুথ থেকে বের হতে দেখেন বাবা। পরে মেয়েটি মাকে ঘটনার বিস্তারিত জানায়।

ওসি বলেন, ঘটনাটি জানার পর কিশোরীর বাবা বাদী হয়ে ওই রাতেই থানায় মামলা করেন। পুলিশ গুরুত্বের সঙ্গে বিষয়টি তদন্ত করে এবং দ্রুততম সময়ের মধ্যে আসামিকে গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, আসামিকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish