Top 5 This Week

শ্রেষ্ঠ বিএনসিসিও ইনসেন্টিভ অ্যাওয়ার্ড পেলেন কুবির প্লাটুন কমান্ডার

 

কুবি প্রতিনিধি

বিএনসিসিতে অসামান্য অবদান রাখায় শ্রেষ্ঠ বিএনসিসিও (বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অফিসার) ইনসেন্টিভ অ্যাওয়ার্ড পেলেন কুবির প্লাটুন কমান্ডার সেকেন্ড লেফটেন্যান্ট বিএনসিসি অধ্যাপক ড. মোঃ শামিমুল ইসলাম।

সোমবার (৩ জুন) বিএনসিসি ময়নামতি রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রাশেদুল হাসান প্রিন্স ইনসেন্টিভ অ্যাওয়ার্ড সার্টিফিকেট ও স্কলারশিপ তুলে দেন। এছাড়াও বিএনসিসি ময়নামতি রেজিমেন্টের ৫টি ব্যাটালিয়ন থেকে ৫ জন শ্রেষ্ঠ বিএনসিসিও, ৫ জন শ্রেষ্ঠ পিইউও-টিইউও এবং ২৫ জন ক্যাডেটকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুনের ক্যাডেট আন্ডার অফিসার মোঃ সামিন বখশ সাদী বলেন, আমাদের শ্রদ্ধেয় প্লাটুন কমান্ডার স্যারের এই সাফল্যে প্লাটুনের সকল রানিং ক্যাডেট ও এক্স-ক্যাডেটগণ অত্যন্ত খুশি ও গর্বিত। বিএনসিসিও শামিম স্যার আমাদেরকে ওনার নিজ সন্তানের মতো দেখাশোনা ও স্নেহ করেন। তিনি দীর্ঘদিন ধরে বিএনসিসির সাথে সম্পৃক্ত রয়েছেন, ইনশাআল্লাহ তিনি ভবিষ্যতে আরো এগিয়ে যাবেন সেই আশা রাখি।

ইনসেন্টিভ অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হওয়ায় প্লাটুন কমান্ডার অধ্যাপক ড. মোঃ শামিমুল ইসলাম বলেন, যেকোনো অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হওয়া নিসন্দেহে সৌভাগ্যের, গর্বের নিশ্চয়ই সামনের দিনগুলোতে কাজের জন্য উদ্ভুদ্ধ করবে। আমি মনে করি এই অর্জনে আমার একক কোনো কৃতিত্ব নাই। এখানে ক্যাডেটেদেরই অর্জন।

ক্যাডেটরা এগিয়ে গেলে প্লাটুন এগুবে৷ আমি ক্যাডেটদের ধন্যবাদ দিতে চাই এই অর্জনে তাদের ভূমিকা রাখার জন্য। উল্লেখ্য, গত ০৩ মার্চ, ২০২৪ইং বিএনসিসি মহাপরিচালক কর্তৃক দেশসেরা ক্যাডেট ইনসেন্টিভ এওয়ার্ড পান কুবি বিএনসিসির ক্যাডেট আন্ডার অফিসার মোঃ সামিন বখশ সাদী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish