Top 5 This Week

সকালে দেশ ছাড়বেন হামজা-শামিত,ফিরবেন অক্টোবরে

বিডিটাইম ডেস্ক

সিঙ্গাপুরের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ শেষ করে বুধবার (১১ জুন) সকালেই নিজ নিজ ক্লাবের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করবেনন জাতীয় দলের দুই তারকা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী ও শামিত সোম। ভোর সাড়ে ৬টায় তার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে একসঙ্গে ঢাকা ছাড়বেন তারা।

তুরস্কে যাত্রাবিরতির পর পথ আলাদা হয়ে যাবে এই দুই প্রবাসী ফুটবলারের। হামজা চৌধুরী ফিরে যাবেন ইংল্যান্ডে, আর শামিত সোম উড়াল দেবেন কানাডার উদ্দেশ্যে।

ইংল্যান্ডের ক্লাব লেইসেস্টার সিটির মিডফিল্ডার হামজা বাংলাদেশের হয়ে এর আগে ভারতের বিপক্ষে ২৫ মার্চ শিলংয়ে অভিষেক ম্যাচ খেলেন। এরপর ৪ জুন ভুটানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে অংশ নেন এবং ওই ম্যাচে ২-০ ব্যবধানে বাংলাদেশের জয়ে প্রথম গোলটি করেন তিনি। সিঙ্গাপুরের বিপক্ষে মঙ্গলবার (১০ জুন) খেলেছেন তার তৃতীয় ম্যাচ।

অন্যদিকে কানাডার জাতীয় দলের হয়ে দুটি ম্যাচ খেলা শামিত সোম বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেন ৪ জুন সকালে। সেদিনের ভুটান ম্যাচে না খেললেও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে লাল-সবুজ জার্সিতে অভিষেক হয়েছে তার।

ম্যাচ শেষে হামজা সামাজিক মাধ্যমে বাংলাদেশের সমর্থকদের উদ্দেশ্যে আবেগঘন বার্তা দিয়েছেন। নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন,
“আমরা যে ফলাফল চেয়েছিলাম তা হয়নি! কিন্তু দল হিসেবে এবং জাতি হিসেবে আমরা গর্বিত হতে পারি!! আমাদের ইতিবাচক থাকতে হবে, কারণ আমরা সবেমাত্র শুরু করছি এবং ইনশা আল্লাহ আমরা খুব শিগগির যেখানে যেতে চাই সেখানে পৌঁছাবো! ভালোবাসা এবং সমর্থনের জন্য আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। অক্টোবরে দেখা হবে তোমাদের সঙ্গে।”

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সূত্রে জানা গেছে, আগামী অক্টোবরে আবারও জাতীয় দলের ম্যাচে অংশ নিতে ফিরবেন হামজা ও শামিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish