Top 5 This Week

সরকারি চাকরির অধ্যাদেশ বাতিলের দাবিতে ছুটির দিনেও বিক্ষোভ

বিডিটাইম ডেস্ক

ছুটির দিনেও রাজপথে বিক্ষোভ করেছেন কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম ও বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ।

সদ্য জারিকৃত ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ কে কর্মচারীবিরোধী ও ‘কালো আইন’ আখ্যা দিয়ে এর বাতিলের দাবিতে গতকাল শুক্রবার (২০জুন) জুন) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশ করেন তারা।

সমাবেশ থেকে বক্তারা বলেন, ২৫ মে জারি হওয়া এই অধ্যাদেশে সরকারি কর্মচারীদের স্বার্থ উপেক্ষা করা হয়েছে। তারা জানান, এই অধ্যাদেশ তাদের চাকরির নিরাপত্তা ও ন্যায্য অধিকার ক্ষুণ্ন করছে।

বিক্ষোভকারীরা সরকারের ঘোষিত নতুন ১৫ শতাংশ সুবিধা ভাতাও প্রত্যাহারের দাবি জানান। তাদের অভিযোগ, নতুন এই সুবিধা চালু হলে আগে থেকে পাওয়া ৫ শতাংশ বিশেষ প্রণোদনা বাতিল হয়ে যাবে, যা তাদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করবে।

তারা আরও দাবি জানান, প্রণোদনা ভাতা বহাল রেখে নতুন করে ৫০ শতাংশ মহার্ঘ ভাতা চালু করতে হবে। পাশাপাশি নবম পে-স্কেল বাস্তবায়নসহ মোট ৭ দফা দাবিউত্থাপন করেন আন্দোলনকারীরা।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার যদি দ্রুত দাবি মেনে না নেয়, তাহলে আগামী রোববার (২৩ জুন) থেকে আরও কঠোর আন্দোলনে যাবেন তারা।

এই আন্দোলনের ফলে সরকারি প্রশাসনিক কার্যক্রমে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish