বিডিটাইম ডেস্ক
দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মিয়ানমার সীমান্তের বর্তমান অবস্থা, নির্বাচন প্রসঙ্গ এবং সেনাবাহিনীর সাম্প্রতিক কার্যক্রম নিয়ে বক্তব্য দিয়েছে সেনা সদর।
সোমবার (২৬মে) ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে এক ব্রিফিংয়ে এ বক্তব্য দেন। ব্রিফিংয়ে এ উপস্থিত ছিলেন সেনাবাহিনীর মিলিটারি অপারেশনসের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উদ-দৌলা এবং মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তারা জানান, সরকার ও সেনাবাহিনী কোনোভাবেই একে অপরের বিপরীতে অবস্থান নেয়নি, বরং তারা ওতপ্রোতভাবে একসঙ্গে কাজ করছে। সরকারকে সহযোগিতা করেই সেনাবাহিনী দেশের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করছে বলে জানান ব্রিগেডিয়ার জেনারেল নাজিম।
মিয়ানমার সীমান্ত ও করিডর নিয়ে উদ্বেগ
রাখাইনে মানবিক করিডর দেওয়ার বিষয়ে কর্নেল শফিকুল ইসলাম বলেন, দেশের নিরাপত্তা বিঘ্নিত হয়, এমন কোনো কাজে সেনাবাহিনী জড়িত থাকবে না। সীমান্তে সশস্ত্র গোষ্ঠীর মুভমেন্ট বেড়েছে উল্লেখ করে ব্রিগেডিয়ার জেনারেল নাজিম বলেন, রাখাইন রাজ্যের অধিকাংশ অংশ এখন আরাকান আর্মির দখলে এবং মিয়ানমার সরকারের নিয়ন্ত্রণ অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। এই পরিস্থিতিকে “অত্যন্ত সংবেদনশীল” হিসেবে আখ্যা দেন তিনি।
আরাকান আর্মি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে প্রবেশ করে কোনো অনুষ্ঠানে অংশ নিচ্ছে—এমন খবরে কর্নেল শফিকুল বলেন, এর বস্তুনিষ্ঠতা যাচাই করা প্রয়োজন এবং সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মির কোনো যোগাযোগ নেই।
ইউপিডিএফ ও কেএনএফ প্রসঙ্গ
পার্বত্য চট্টগ্রামভিত্তিক সংগঠন ইউপিডিএফ সম্পর্কে কর্নেল শফিকুল বলেন, এটি একটি “আত্মস্বীকৃত সন্ত্রাসী দল” এবং তাদের নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত করা অনুচিত। কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর বিষয়ে তিনি জানান, এই সংগঠনটি বম সম্প্রদায়ভিত্তিক এবং তাদের সবাই সশস্ত্র নয়। চট্টগ্রামের একটি পোশাক কারখানা থেকে ২০ হাজারের বেশি ইউনিফর্ম উদ্ধারের বিষয়ে তিনি বলেন, এসব তথ্যের সত্যতা যাচাইয়ের প্রয়োজন রয়েছে।
ক্ষমতা গ্রহণের গুজব
সামাজিক মাধ্যমে সেনাবাহিনীর ক্ষমতা নেওয়ার গুঞ্জনের বিষয়ে জানতে চাইলে কর্নেল শফিকুল ইসলাম বলেন, ‘সেনাবাহিনীর ক্ষমতা নেওয়ার কোনো ইচ্ছা বা আলোচনা আমাদের মধ্যে হয়নি।’
সরকার ও সেনাবাহিনীর সম্পর্কের বিষয়ে তিনি বলেন, ‘আমরা কোনো মুখোমুখি অবস্থান দেখছি না। আমাদের মধ্যে যথেষ্ট সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রয়েছে।’
লালমনিরহাট বিমানবন্দর ও পুশ ইন ইস্যু
লালমনিরহাট বিমানবন্দর ব্যবহার নিয়ে ভারত বা চীনের সম্ভাব্য সম্পৃক্ততা সম্পর্কে ব্রিগেডিয়ার নাজিম বলেন, এ–সম্পর্কিত কোনো তথ্য তার কাছে নেই। তিনি জানান, দেশের স্বার্থ বিঘ্নিত হয়, এমন কোনো বিষয়ে সরকার সতর্ক থাকবে।
ভারত থেকে পুশ ইন প্রসঙ্গে তিনি বলেন, বিজিবি বিষয়টি সুন্দরভাবে নিয়ন্ত্রণ করছে। পরিস্থিতি অনুযায়ী সেনাবাহিনী প্রয়োজনে যুক্ত হতে পারে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কর্নেল শফিকুল বলেন, সেনাবাহিনী, পুলিশসহ বিভিন্ন বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় পরিস্থিতি আগের চেয়ে অনেকটাই স্থিতিশীল। গত ৪০ দিনে ২৪১টি অস্ত্র, ৭০৯টি গুলি এবং আগস্ট থেকে এ পর্যন্ত ৯,৬১১টি অস্ত্র ও ২ লাখ ৮৫ হাজারের বেশি গুলি উদ্ধার হয়েছে। এক মাসে গ্রেপ্তার হয়েছে প্রায় ২ হাজার অপরাধী।
ঈদুল আজহার প্রস্তুতি
ঈদুল আজহা সামনে রেখে সেনাবাহিনী দুই সপ্তাহব্যাপী বিশেষ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা কার্যক্রম শুরু করবে। বাসস্ট্যান্ড, রেলস্টেশন, লঞ্চঘাট এবং মহাসড়কে টহল বাড়ানো হবে, টিকিট কালোবাজারি রোধ এবং পশুর হাটে চাঁদাবাজি নিয়ন্ত্রণে অভিযান চালানো হবে।
সাপ্তাহিক ব্রিফিংয়ের ঘোষণা
গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য মোকাবিলায় কর্নেল শফিকুল ইসলাম জানান, এখন থেকে প্রতি বৃহস্পতিবার সেনাবাহিনীর পক্ষ থেকে সাংবাদিকদের নিয়মিত ব্রিফিং দেওয়া হবে।