Top 5 This Week

সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে যবিপ্রবি শিক্ষক-কর্মকর্তাদের ফের মানববন্ধন

যবিপ্রবি প্রতিনিধি:

সর্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে আবারও মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষক-কর্মকর্তারা। সোমবার (০৩ জুন) সকাল দশটায় যশোর প্রেসক্লাবের সামনে যবিপ্রবি শিক্ষক সমিতি ও সকাল এগারোটায় যবিপ্রবির প্রশাসনিক ভবনের নিচে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে।

এসময় ‘প্রত্যয় স্কিম মানি না মানব না’ ‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠায় নাই’, ‘মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠায় নাই’ ‘বৈষম্যমূলক পেনশন মানি না, মানব না’, ‘ এই পেনশন ব্যবস্থা দেশকে মেধা শূন্য করার চক্রান্ত ‘প্রভৃতি স্লোগান সম্বলিত প্লেকার্ড হাতে অবস্থান নেন কর্মকর্তারা।

সহকারী রেজিস্ট্রার এ.টি.এম কামরুল হাসানের সঞ্চালনায় মানববন্ধনে অংশগ্রহণকারী কর্মকর্তারা বলেন, চলমান পেনশনের পরিবর্তে সর্বজনীন পেনশন একপ্রকার চক্রান্ত। দেশের গুটিকয়েক সুবিধাবাদী আমলা দ্বারা প্ররোচিত হয়ে এমন বৈষম্যমূলক প্রজ্ঞাপন দেওয়া হয়েছে তা আমরা মানি না ও উক্ত প্রজ্ঞাপন থেকে পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহের নাম অন্তর্ভুক্তি অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

মানবন্ধনে কর্মকর্তারা বলেন, প্রজ্ঞাপনে বিশ্ববিদ্যালয়ের নাম সরাসরি উল্লেখ করার মানে হচ্ছে এটা একটি পরিকল্পিত চক্রান্ত। চক্রান্তকারীরা জানেন যে এমন সিস্টেম চালু হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলনে নামবে। এতে করে দেশে বিশৃঙ্খলার সৃষ্টি হবে। দেশে অর্থনীতির উন্নয়নের উপযুক্ত সময়ে এমন সিদ্ধান্ত মেনে নেয়া যায় না।

শিক্ষা ও গবেষণায় দেশ যেখানে এগিয়ে যাচ্ছে সেখানে বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ করে এমন প্রজ্ঞাপন জারি দেশকে অস্থিতিশীল করার প্রয়াস মাত্র। এই দাবি শুধু আমাদের একার নয়। এই দাবি সারা বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা, কর্মচারীদের। আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানাই, এই পেনশন প্রজ্ঞাপন পুনর্বিবেচনা করুন, দেশকে মেধা শূন্যের হাত থেকে রক্ষা করুন।

এছাড়া কর্মকর্তারা আরো বলেন, যতদিন না আমাদের দাবি মানা হচ্ছে আমরা ততদিন আন্দোলন করেই যাব। সমান সুবিধার নামে যে বৈষম্যমূলক সিস্টেম চালু হতে যাচ্ছে আমরা তার অবিলম্বে প্রত্যাখ্যান চাই। অন্যথায় আন্দোলন আরও বেগবান হবে।

সর্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারের সাথে একাত্মতা পোষণ করে ও এ প্রজ্ঞাপনকে কালো প্রজ্ঞাপন দাবি করেন যবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো: ইকবাল কবির জাহিদ।

এ দিন সার্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেড প্রদান ও স্বতন্ত্র বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে যবিপ্রবি শিক্ষক সমিতি যশোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে।

উল্লেখ্য, ২৯ মে সকাল দশটায় যবিপ্রবির কেন্দ্রীয় লাইব্রেরির সামনে একই দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish