Top 5 This Week

সশরীরে ক্লাস নিবে শিক্ষকরা

 

কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা চাইলেই শিক্ষকরা সশরীরে ক্লাস নিবে জানিয়েছেন বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষকরা।

রবিবার (১৮ আগস্ট) বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগের চেয়ারম্যানের কাছে সশরীরে ক্লাসের ব্যাপারে জানতে চাইলে তারা ক্লাস নেওয়া নিয়ে সম্মতি প্রকাশ করেন।

ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক ড. আহসান উল্লাহ বলেন, সিন্ডিকেট কর্তৃক অনলাইন ও অফলাইনে, দুইভাবেই ক্লাস নেওয়ার অনুমতি আছে। যদিও পরিস্থিতি বিবেচনায় দুই সপ্তাহ অনলাইন ক্লাসের কথা বলা হয়েছিলো। আমার ডিপার্টমেন্ট গুলো অফলাইনে ক্লাস নেওয়ার কথা জানিয়েছে আমাকে। এখন যদি শিক্ষার্থীরা আসে তাহলে অফলাইনে ক্লাস চলবে।

বিজ্ঞান অনুষদের ডিন ড. প্রদীপ দেবনাথ বলেন, আজকে আমরা ডিপার্টমেন্টের চেয়ারম্যানদের কে নিয়ে মিটিং করেছি। তারা সকলেই অফলাইনে ক্লাস করতে সম্মতি দিয়েছেন। এখন শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ক্লাসে আসলে আমরা অফলাইনে ক্লাস নিবো। এছাড়াও, শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে আসার জন্য পরিবহণ ও নিরাপত্তা নিশ্চিত করতে রেজিস্ট্রার বরাবর চিঠি প্রদান করবো।
সমাজ বিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড মোহাম্মদ সোহরাব উদ্দিন সৌরভ বলেন, আমরা সশরীরে ক্লাস নেবো। তবে এটা নির্ভর করবে শিক্ষার্থীদের উপর। কোন ব্যাচ যদি চায় তারা অনলাইনে ক্লাস হবে তাহলে আমরা অনলাইনে ক্লাস নেবো আর যদি কেউ চায় অফলাইনে ক্লাস করবে করবে তাহলে আমরা অফলাইনে ক্লাস নিবো।

উল্লেখ্য, উপাচার্য ও শিক্ষকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে গত ২৮ মার্চ থেকে ১৮ আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকার কারণে শিক্ষার্থীরা সেশনজটের আশঙ্কা করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish