মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তারের পর থানায় গিয়ে হট্টগোল করেছেন ছাত্রলীগের নেতাকর্মী ও গ্রেপ্তার হওয়াদের পরিবারের সদস্যরা।
সোমবার (৭ জুলাই) বিকেল ৫টার দিকে সাটুরিয়া থানার পুলিশ একাধিক মামলায় সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল খালেক, সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন এবং ছাত্রলীগ কর্মী গোলাম রাব্বীকে গ্রেপ্তার করে।
এরপর সন্ধ্যায় ছাত্রলীগের নেতাকর্মীরা ও রাব্বীর পরিবারের সদস্যরা সাটুরিয়া থানায় এসে হট্টগোল শুরু করেন। থানা ঘেরাও করে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তারা।
স্থানীয় ব্যবসায়ী নুরুল আমিন বলেন, গ্রেপ্তারের খবর পেয়ে গোলাম রাব্বীর অনুসারীরা উত্তেজিত হয়ে থানার সামনে জড়ো হয়। তারা পুলিশকে উদ্দেশ্য করে নানা স্লোগান দিতে থাকেন।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর ইসলাম বলেন, “বিকেলে আমরা কয়েকজন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছি। এরপর সন্ধ্যায় কয়েকজন এসে থানার সামনে হট্টগোল করেন। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং স্বাভাবিক রয়েছে।”
ঘটনার পর থেকে এলাকায় রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা তৈরি হলেও পুলিশের তৎপরতায় তা দ্রুত নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে স্থানীয়রা।